
: বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কর্ণফুলী রেজিমেন্টের ১০ দিনব্যাপি ক্যাম্পিংয়ের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে চট্টগ্রাম নগরের রেলওয়ে নিরাপত্তা বাহিনী সেন্টারে এ সমাপনী অনুষ্ঠিত হয়।কুচকাওয়াজে প্রধান অতিথি বিএনসিসির নবনিযুক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদ বলেন, তোমরা তরুণ। তোমাদের তারুণ্যদৃপ্ত আত্মপ্রত্যয় ও ত্যাগ অবশ্যই দেশের জন্য কল্যাণ বয়ে আনবে। তোমাদের উপর রয়েছে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করার মহান দায়িত্ব।
আর তোমরা সকলেই এ দায়িত্ব যথাযোগ্যভাবে পালন করার জন্য নিজেকে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন কর্ণফুলী রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ লোকমান হোসেনসহ অন্যান্য সামরিক অফিসার, বিএনসিসিও, পিইউও, টিইউও এবং সামরিক অসামরিক কর্মকর্তাবৃন্দ।
এর আগে বিএনসিসির নবনিযুক্ত মহাপরিচালক প্যারেড কমান্ডার ক্যাম্প অ্যাডজুটেন্ট সেকেন্ড লে. মো. আবু তালেবের নেতৃত্বে অনুষ্ঠিত কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। পরে ক্যাম্পিংয়ে দক্ষতা ও পারদর্শিতার জন্য তিনি চৌকস ক্যাডেট ল্যান্স কর্পোরাল জাওয়াদুল আওসাফ (সিনিয়র পুরুষ) ও ক্যাডেট কর্পোরাল মো.

মাহিদুল ইসলাম মাহিন (জুনিয়র) এর হাতে পুরস্কার তুলে দেন। ক্যাম্পে ১২ ব্যাটালিয়ন চ্যাম্পিয়ন ও ১৩ ব্যাটালিয়ন রানার আপ হয়। গত ২১ জানুয়ারি থেকে ১০ দিনব্যাপী রেজিমেন্টাল ক্যাম্পিং শুরু হয়। এতে কর্ণফুলী রেজিমেন্টের আওতাধীন পাঁচ জেলার ৬০টি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৫১৬ জন ক্যাডেট অংশ নেন।