আজঃ রবিবার ২৩ মার্চ, ২০২৫

আট মাসের অন্ত:সত্ত্বা স্ত্রীকে খুনের মামলায় স্বামীর ফাঁসির আদেশ

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামে আট মাসের অন্ত:সত্ত্বা স্ত্রীকে খুনের মামলায় স্বামীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন একটি আদালত। সোমবার দুপুরে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এ আদেশ দেন বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন।একইসঙ্গে আদালত আসামিকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।দণ্ডিত মো. সুমন (৩৫) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার মির্জারহাট এলাকার বাসিন্দা।

আদালতের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন জানান, আসামি সুমনের বিরুদ্ধে তার স্ত্রীসহ গর্ভজাত সন্তানকে খুন করার অভিযোগ প্রমাণিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১১(ক) ধারায় আদালত তাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। একইসঙ্গে আদালত আসামিকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন। রায়ের সময় আসামি সুমন উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার নথি পর্যালোচনা করে জানা যায়, প্রায় চার বছর আগে একই এলাকার মনি আক্তারের সঙ্গে প্রেমের সম্পর্ক থেকে বিয়ে হয় আসামি সুমনের। সুমন এর আগেও একাধিক বিয়ে করেছিলেন যা মনির কাছে গোপন রেখেছিলেন তিনি।

বিয়ের পর থেকে যৌতুকের টাকার জন্য মনি আক্তারকে শারীরিক নির্যাতন করতেন সুমন। ভিকটিম শারীরিক নির্যাতন সহ্য করতে না পেরে এবং সংসার টেকানোর লক্ষ্যে সুমনকে একটি মোটরসাইকেল কিনে দেন এবং নগদ ৫০ হাজার টাকা দেন। এর মধ্যে মনি আট মাসের অন্ত:সত্ত্বা হন।এরপরও যৌতুকের টাকার জন্য প্রতিনিয়ত মনিকে চাপ দিতেন সুমন। ২০২১ সালের ৩১ অক্টোবর মনির বাবার বাড়ি ভুজপুর আসেন সুমন। সঙ্গে মনিকে নিয়ে আসেন। এসেই যৌতুকের টাকা চান মনির পরিবারের কাছে। কিন্তু মনির দরিদ্র বাবা টাকা দিতে না পারায় আসামি সুমন ক্ষিপ্ত হয়ে মনিকে নিয়ে চলে আসেন। আসার পথেই মোটরসাইকেলে এ নিয়ে মনির সঙ্গে তর্ক-বিতর্ক হয়, গালিগালাজও করেন।

এক পর্যায়ে ভুজপুর থানার কালিকুঞ্জ এলাকায় আসামি সুমন চলন্ত মোটরসাইকেলে বসা মনিকে থাপ্পড় দিয়ে মাটিতে ফেলে মারধর শুরু করেন। এরপর সুমন আঙুল দিয়ে মনির বাম চোখ নষ্ট করে ফেলেন ও দুই হাত-দুই পা ভেঙে ফেলেন। এছাড়া ইট দিয়ে মনির মাথায় আঘাত করেন ও মোটরসাইকেলের গরম সেলেঞ্জার পাইপের সঙ্গে মনির বুক চেপে ধরে পুড়ে ফেলেন। এরপর সুমন মনিকে চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) রেখে পালিয়ে যান। ঘটনা ঘটার ২৬ দিনে চিকিৎসাধীন অবস্থায় ২৫ নভেম্বর আট মাসের গর্ভাবস্থায় মৃত্যুবরণ করেন মনি।

২০২১ সালের ২৭ নভেম্বর মনির ভাই মো. আব্বাস বাদি হয়ে মামলা করেন। ২০২২ সালের ১৬ এপ্রিল নগরীর বায়েজিদ বোস্তামি এলাকা থেকে সুমনকে। গ্রেফতার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ২০২২ সালের ৪ সেপ্টেম্বর আসামি মো. সুমনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলায় ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন আদালত।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

শিশু ধর্ষণের চেষ্টা,বোয়ালখালীতে বৃদ্ধ আটক।

চট্টগ্রামের বোয়ালখালীতে তৃতীয় শ্রেণি পড়ুয়া এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দিদারুল আলম (৫০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২১ মার্চ) রাতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। দিদারুল আলম বোয়ালখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চরখিদিরপুর গ্রামের নবাব আলী সওদাগর বাড়ির মৃত গোলাম নবীর ছেলে। শিশুর মা জানান, শুক্রবার সকাল ১১টার দিকে বাড়ির পাশে জমি থেকে মেয়েকে লতাপাতা আনার জন্য পাঠিয়ে ছিলাম। সে লতাপাতা না চেনায়

ওইখানে থাকা এক ব্যক্তিকে জিজ্ঞেস করে। সে লতাপাতা দেখিয়ে দেওয়ার ভ্যান করে একটি ঘরে নিয়ে গিয়ে স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং জোর করে জামা কাপড় খুলে ফেলে। এসময় ওই লোক হাত-পা বাঁধতে চাইলে মেয়ে ভয়ে চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসে এবং সমস্ত ঘটনা খুলে বলে। তিনি বলেন, আমার মেয়েটি অসুস্থ। গত মাসে তাকে ক্লিনিকে ভর্তি করাতে হয়েছিল। ওই লোকটি আমার মেয়েকে মেরে ফেলতো। আমি এ ঘটনার বিচার চাই। বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার

বলেন, খবর পেয়ে ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত দিদারুল আলমকে শনাক্ত করা হয়। এরপর স্থানীয়দের সহযোগিতায় রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি আরও বলেন, এ ব্যাপারে শিশুটির পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। আসামি প্রাথমিক জিজ্ঞেসাবাদে অপরাধ স্বীকার করেছে। তাকে আজ শনিবার (২২ মার্চ) আদালতে পাঠানো হয়েছে।

বোয়ালখালীতে আ’লা হযরত (রহ.) স্মৃতি সংসদের ইফতার বিতরন।

চট্টগ্রামের বোয়ালখালীতে হত দরিদ্রের মানুষের মাঝে শুকনো ইফতার সামগ্রী উপহার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) বিকেলে স্থানীয় একটি মসজিদ প্রাঙ্গণে সারোয়াতলী আ’লা হযরত (রহ.) স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দীন মাস্টারের সভাপতিত্বে এবং রাশেদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাচখাইন মহিউল উলুম মাদ্রাসা কমপ্লেক্সের অধ্যক্ষ মাওলানা আতাউল মোস্তফা রেজভী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবু সায়ীদ সিদ্দিকী, মাওলানা নুরুদ্দীন কাদেরী, মাওলানা মিজানুর রহমান নক্সবন্দী, মাওলানা মহিউদ্দিন মাহমুদ মানিক, শহিদুল ইসলাম সিকদার, শিফন সিকদার, মফিজুর রহমান মাস্টার এবং সংগঠনের অন্যান্য সদস্যরা।

আয়োজনের অংশ হিসেবে এলাকার অসহায় ও দারিদ্র্যপীড়িত মানুষের মাঝে শুকনো ইফতার বিতরণ করা হয়। এরপর মিলাদ-কিয়াম অনুষ্ঠিত হয় এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ