আজঃ শনিবার ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

নেত্রকোণা শহরের সৌন্দর্যবর্ধন ও নগরস্বাস্থ্যের সুরক্ষায় ওয়াকওয়ে নির্মাণের দাবিতে মানববন্ধন

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল নেত্রকোনা।

নেত্রকোণা শহরের সৌন্দর্যবর্ধন ও নগরস্বাস্থ্যের সুরক্ষায় মগড়া নদর পাড়ে ওয়াকওয়ে নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সামনের সড়কে ‘প্রকৃতি বাঁচাও আন্দোলন’ এর ব্যানারী এই মানবববন্ধন কর্মসূচী পালন করা করা হয়।

মানববন্ধনে কবি তানভীর জাহান চৌধুরীর সঞ্চালনায় এবং জেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল কিবরিয়া চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, নেত্রকোণা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ননী গোপাল সরকার, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি জেষ্ঠ্য সাংবাদিক শ্যামলেন্দু পাল, নেত্রকোণা সরকারি কলেজের শিক্ষক খন্দকার ওলিউল্লাহ, যমুনা টিভির স্টাফ রিপোর্টার কামাল হোসাইন, দৈনিক প্রথম আলোর নেত্রকোণা প্রতিনিধি পল্লব চক্রবর্তী, কলেজ শিক্ষার্থী বিদ্যুত খানসহ আরো অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, নেত্রকোণা পৌরশহরে দিয়ে প্রবাহিত মগড়া নদী অপরিচ্ছন্ন হয়েছে যাচ্ছে। পৌরবাসীর দীর্ঘদিনের দাবি মগড়া নদী তার আপন রূপ ফিরিয়ে আনার। জনগণ ও পৌর নাগরিকের সুস্বাস্থ্য রক্ষা ও মগড়া নদীর সৌন্দর্যবর্ধনে অনতি বিলম্বে নদীর দুই তীরে ওয়াকওয়ে নির্মাণ করার দাবি জানান বক্তারা।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ঝুঁকিপূর্ণভাবে সিলিন্ডারে গ্যাস ভর্তি, ১৬৭২টি খালি সিলিন্ডার জব্দ

চট্টগ্রামে অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে সিলিন্ডারে গ্যাস ভর্তি করার একটি গুদামে অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। এসময় সেখান থেকে ১৬৭২টি খালি সিলিন্ডার জব্দ করা হয়েছে। শনিবার গভীর রাতে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ফুলতলা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে একটি গুদামে এ অভিযান চালানো হয়।

জানা গেছে, গুদামটি মেসার্স নুসরাত এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সেনাবাহিনীর একটি টিম গিয়ে ওই গুদামটি ঘিরে ফেলে। পরে চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমার নেতৃত্বে গুদামে অভিযান চালানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা জানিয়েছেন, গুদামটিকে ক্রস ফিলিং স্টেশন হিসেবে ব্যবহার করা হচ্ছিল। বড় সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে ঝুঁকিপূর্ণভাবে গ্যাস ভর্তি করা হয়। এরপর সেগুলো আরও ঝুঁকি নিয়ে পিকআপ ভ্যানে করে চট্টগ্রামের বিভিন্নস্থানে সরবরাহ করা হয়। অভিযানে গুদামটিতে কাউকে পাওয়া যায়নি। ১৬৭২টি গ্যাস সিলিন্ডার এবং একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। লাইসেন্সবিহীন অবৈধ গুদামটি বন্ধ করে দেয়া হয়েছে।

চট্টগ্রামে গুদাম-বসতঘরে আগুন

চট্টগ্রাম মহানগরীতে ফলের ক্যারেটের গুদাম ও আশপাশের বসতঘরে আগুন লেগেছে। শুক্রবার সন্ধ্যার দিকে নগরীর পোর্ট কানেক্টিং সড়কে হালিশহর ওয়ার্ডের মুন্সীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পৌঁছে নিয়ন্ত্রণ কক্ষে। চারটি স্টেশন থেকে দ্রুততার সঙ্গে ছয়টি ইউনিট নিয়ে ফায়ার কর্মীরা আগুন নেভানোর জন্য যায়।
নিয়ন্ত্রণ কক্ষ থেকে আরও জানানো হয়েছে, পটকাবাজি থেকে একটি ভবনে ফলের ক্যারেটের (ফল রাখার প্লাস্টিকের ঝুড়ি) গুদামে প্রথমে আগুন লাগে। এরপর আগুন আশপাশের কয়েকটি বসতঘরেও ছড়িয়ে পড়েছে। ভবনটির ২ তলা থেকে ৫ তলা পর্যন্ত একাংশে আগুন লাগে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ৩৫ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস জানায়।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ