
নগরীর চান্দগাঁও থানার স্বনামধন্য ফুলকুঁড়ি বিদ্যাপীঠের ৪দিনব্যাপী ১০টি ইভেন্টের মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন হয়। ফুলকুঁড়ি বিদ্যাপীঠের সভাপতি আলহাজ্ব মাহববুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু।বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের পরিচালক বিশিষ্ট নারীনেত্রী আনজুমান আরা লুতফা, পরিচালক মোহাম্মদ এনামূল হক।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালক মিসেস জোসনা বেগমের পরিচালনায় বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আফরিন আকতার মুক্তা, রোকেয়া বেগম, সুমাইয়া শাওরিন, জাকিয়া আক্তার সুমা প্রমুখ।
লেখা পড়ার পাশাপাশি খেলা ধুলার মাধ্যমে শারীরিক মানসিক বিকাশ ঘটে। সুন্দর সমাজ গঠনে নৈতিক শিক্ষার কোন বিকল্প নেই।

বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে বিজয়ী হন স্মৃতি, আজোয়াদ হেফা, নয়ন, মালিহা, জান্নাতুল মাইশা, ওমর রায়হান, মুক্তা, তাহিয়া, মুশফিকুল, জেসি, শামীমা, নাহিদা, তাহাসিন, মিথিলা, তানজিনা, অংকুশ, ইমতিয়াজ, আফি, মুসকান, সাগরিকা, মিমহা, তাহসিন, শাহীন ও আঁখি।