আজঃ বুধবার ২৫ জুন, ২০২৫

পবিত্র শবে বরাত আজ

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি

রমজানের বার্তা নিয়ে বছর ঘুরে এসেছে পবিত্র শবে বরাত। আজ শুক্রবার দিবাগত রাতে পালিত হবে লাইলাতুল বরাত। ফার্সি শব্দগুচ্ছ ‘শবে বরাত’ অর্থ ভাগ্যরজনী। ইসলাম ধর্মাবলম্বীদের বড় অংশ বিশ্বাস করেন, শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতে পরবর্তী বছরের ভাগ্য নির্ধারিত হয়। তাই তারা এ রাতকে মহিমান্বিত রজনী হিসেবে পালন করেন।

অনেকের বিশ্বাস, শবে বরাতের রাতে রয়েছে পাপ মোচনের সুযোগ। নির্ধারিত হয় পরবর্তী বছরের হায়াত, রিজিক ও আমল। তাই ইসলাম ধর্মাবলম্বীরা ইবাদত-বন্দেগি, জিকির-আসকার, মিলাদ মাহফিল, নফল নামাজ আদায় ও পবিত্র কোরআন তেলাওয়াত করেন শবে বরাতে। মৃত স্বজনের কবর
জিয়ারত করেন।

এ উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বাণী দিয়েছেন।

শবে বরাত দেয় রমজানের আগমনী বার্তা। সিয়াম সাধনার প্রস্তুতি হিসেবে অনেকে আজ রোজা রাখবেন। সন্ধ্যায় প্রতিবেশীর বাড়িতে ইফতার বিতরণ, হালুয়া-রুটি খাওয়ার প্রচলন রয়েছে। বিশেষত পুরান ঢাকায় রুটি-মাংস বিতরণের ধুম পড়বে। তরুণ ও যুবারা রাতভর ঘুরে ঘুরে বিভিন্ন মসজিদে নামাজ আদায় করবেন।

এ উপলক্ষে শুক্রবার মাগরিবের নামাজের পর থেকে ফজর পর্যন্ত বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে হবে বিশেষ দোয়া ও বয়ান। ওয়াজ করবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। প্রতিটি মসজিদে দোয়া ও বয়ান করা হয় শবে বরাতে। বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠন আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে।

শবে বরাত উপলক্ষে আগামীকাল শনিবার সরকারি ছুটি। ওই দিন সংবাদপত্র প্রকাশিত হবে না। তবে সংবাদপত্রগুলোতে আজ প্রকাশিত হয়েছে বিশেষ নিবন্ধ। সরকারি-বেসরকারি টিভি ও রেডিও চ্যানেলে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান।

শবে বরাতের পবিত্রতা রক্ষায় রাজধানীতে বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকা ও অন্যান্য ক্ষতিকারক দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বাগীশিক উত্তর জেলা সংসদ এর সম্মানিত সহ সভাপতির জন্মদিন পালন

বাগীশিক উত্তর জেলা সংসদ এর সম্মানিত সহ সভাপতি গীতানুরাগী ব্যক্তিত্ব, বিশিষ্টদানশীল ব্যক্তিত্ব,সমাজহিতৈষী শ্রীযুক্ত বাবু এডভোকেট টিটু কুমার দে মহোদয়ের জন্মদিন পালনে সভাপতিত্ব করেন শ্রীযুক্তবাবু লায়ন শুভাশিস চৌধুরী, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধরণ সম্পাদক বাসু চৌধুরী, মহোদয়, আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি অন্জন কুমার দাশ, কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক লায়ন কৈলাশ বিহারী সেন,অর্থ সচিব পরিমল কান্তি দাশ,র্নির্বাহী সদস্য -১ অধ্যাপক সুব্রত কুমার নাথ, সহ সাধারণ সম্পাদক ডাঃসমীর কান্তি মহাজন,সাংগঠনিক সম্পাদক সবুজ পাল, ত্রাণ ও পূর্নবাসন সম্পাদক-প্রিন্স ভৌমিক (দূর্জয়),প্রচার সম্পাদক কৃষ্ণ আচার্য্য (নোবেল), সহ প্রকাশনা সম্পাদক প্রিয়ম দে,।

চরণদ্বীপ দরবার শরীফে শোহাদায়ে কারবালা মাহফিল ৪ জুলাই।

চরণদ্বীপ দরবার শরীফে গাউসিয়া রহমানিয়া বশরিয়া শহীদিয়া ত্বরিকত কমিটির ব্যবস্থাপনায় শোহাদায়ে কারবালা মাহফিল আগামী ৪, ৫, ৬ জুলাই অনুষ্ঠিত হবে। মাহফিলে ছদারত করবেন চরণদ্বীপ দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত রহনুমায়ে শরীয়ত তাজুল আশেকীন হযরতুলহাজ্ব শাহসুফী শেখ আবু মুহাম্মদ শহীদুল্লাহ ফারুকী।

উদ্ভোধক হিসেবে থাকবেন চরণদ্বীপ দরবার শরীফের নায়েবে মোস্তাজেম বিশিষ্ট আলেমে দ্বীন, মাইজভান্ডারী লেখক ও গবেষক হররতুল আল্লামা শাহজাদা শেখ আবু মুহাম্মদ সাইফুল্লাহ ফারুকী।

স্বাগত বক্তব্য রাখবেন নায়েবে মোন্তাজেম আওলাদে শাহে চরণদ্বীপি শাহজাদা শেখ আবু মুহাম্মদ সানাউল্লাহ ফারুকী। উক্ত মাহফিলে ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে আমন্ত্রণ জানানো হয়।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ