আজঃ বুধবার ২৬ মার্চ, ২০২৫

সিআরবির শিরীষতলায় বসন্ত বরণের আসর

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম মহানগরীর সিআরবির শিরীষতলায় প্রতিবছরের মতো এবারও বসেছে বসন্ত বরণের আসর। আবৃত্তি সংগঠন প্রমা’র আয়োজনে শনিবার সকাল থেকে চট্টগ্রামের সিআরবিতে শুরু হয় প্রমা’র বসন্ত উৎসব। আর এতে অংশ নেন নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বাঙালির আবহমান প্রাণ-প্রকৃতিকে হৃদয়ে ধারণ করে দিনভর নানা সাজে, নানা রঙ-বৈচিত্র্যে বসন্ত আসরে সমবেত হয়েছেন অসংখ্য মানুষ। সকালে প্রিয়তোষ বড়ুয়ার পরিচালনায় ‘দি ভায়োলিনিস্ট চিটাগংয়ের’ যন্ত্রসঙ্গীত বাদনের মধ্য দিয়ে সূচনা হয় উৎসবের।

প্রমা অবন্তীর পরিচালনায় ‘ওডিসি অ্যান্ড ডান্স মুভমেন্ট সেন্টারের’ শিল্পীদের পরিবেশনায় দলীয় নৃত্য শুরুতেই উৎসবকে মুখর করে তোলে। এছাড়া নটরাজ নৃত্যাঙ্গন, নৃত্যানন্দ, নৃত্যরুপ একাডেমি, কৃত্তিকা নৃত্যালয়ের শিল্পীরাও দলীয় নৃত্য পরিবেশন করেন। ফাঁকে ফাঁকে একক গান পরিবেশন করেন শিল্পী সোমা রায়, রোজী বিশ্বাস, মাহফুজ আহমেদ, মশিউল আনোয়ার খান।

বৃন্দ আবৃত্তিতে অংশ নেন প্রমা আবৃত্তি সংগঠনের শিল্পীরা। একক আবৃত্তি পরিবেশন করেন বোধনের গৌতম চৌধুরী, ইব্রাহিম খলিল মাসুদ, সুমিষ্টা বড়ুয়া পপি, কলি দাশ, ফয়েজ হোসেন, রোমেনা আফাজ রুমি, স্নিগ্ধ চৌধুরী, চৈতী কুন্ডু, তপতী মজুমদার, সাফাত জামিল, প্রতিমা দাশ, তন্বী বড়ুয়া, অর্পিতা বড়ুয়া, তানজিয়া নওরিন, ফাল্গুনী সিকদার। বেলা সাড়ে ১২টা পর্যন্ত একটানা অনুষ্ঠান শেষে বিরতি দেওয়া হয়। বিকেলে শুরু হয়। সাংস্কৃতিক আয়োজন।

প্রমা আবৃত্তি সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল বলেন, সিআরবিতে আমরা প্রতিবছর বসন্তের প্রথমদিনে উৎসবের আয়োজন করি। এবার রেলওয়ে কর্তৃপক্ষ প্রথমদিন অনুষ্ঠান করার অনুমতি দেয়নি। দ্বিতীয় দিনে অনুমতি পেয়ে আমরা অনুষ্ঠান করছি। বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ আমাদের প্রাণিত করেছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রাজশাহীতে মোটরসাইকেল চোর গ্রেফতার।

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় স্থানীয় জনতার সহায়তায় এক মোটরসাইকেল চোরকে গ্রেপ্তার করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। এসময় মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃত আসামি মো: জনি (৩২) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার জিন্নানগর এলাকার মো: তসলিমের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম মুন্সিপাড়ার একটি দোকানের সামনে এক ব্যক্তি তার মোটরসাইকেল রেখে দোকানের ভিতরে যান। কিছু সময় পর ঐ ব্যক্তি দোকানের সিসি ক্যামেরায় দেখতে পান যে, তার মোটরসাইকেল চুরি করে নিয়ে যাচ্ছে। তখন তিনি “চোর, চোর” বলে চিৎকার শুরু করেন এবং চোরদের পিছু নেন। তার চিৎকারে স্থানীয় জনতা জনিকে মোটরসাইকেলসহ আটক করে। এসময় জনির সহযোগী কৌশলে পালিয়ে যায়। সংবাদ পেয়ে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেল উদ্ধারসহ জনিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামি এবং তার সহযোগীদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শিবগঞ্জে ট্রাক চাপায় সাইকেল চালক নিহত।

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক চাপায় মোজাম্মেল হক (৬৫) নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছে। রবিবার (২৩ মার্চ) সকালে চাঁপাইনবাবগঞ্জ- সোনামসজিদ মহাসড়কের ধুবপুকুর মোড়ে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত মোজাম্মেল শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর চাইপাড়া এলাকার মৃত জয়নালের ছেলে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, সকালে ধোপপুকুর এলাকায় সোনামসজিদ গামী একটি ট্রাক বাইসাইকেল চালক মোজাম্মেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মোজাম্মেলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ