
কুমিল্লার চৌদ্দগ্রামের ঐহিত্যবাহী সামাজিক সংগঠন ফেলনা মানবকল্যান ফাউন্ডেশনের উদ্যোগে অন্তত দেড় শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গত শুক্রবার বিকেলে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফেলনা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ইফতার সামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন, খিরনশাল ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান।
ফেলনা মানবকল্যান ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক ও চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সেক্রেটারী বেলাল হোসাইনের পরিচালনায় এ সময় আলোচনা রাখেন ফেলনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার আব্দুল মান্নান, ইতালী প্রবাসী মোঃ আলী আক্কাছ, কুমিল্লা বারের আইনজীবি সাইফ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী বাবর মোল্লা, সাবেক ছাত্রনেতা আতিকুর রহমান, মানবকল্যান ফাউন্ডেশনের সেক্রেটারী রিয়াজ মিয়াজী, জামায়াত নেতা এয়াকুব মজুমদার বাবুল, মরতুজা মজুমদার, ওয়ার্ড বিএনপি নেতা কামাল হোসেন মিয়াজী, সার্ভেয়ার মফিজুর রহমান, হাফেজ নজির আহাম্মদ, ফাউন্ডেশনের কোষাদক্ষ্য হাফেজ মঞ্জুরুল ইসলাম, জামায়াত নেতা হাছান মজুমদার, সামাজিক ব্যক্তিত্ব হাজী ইব্রাহীম মিয়াজী প্রমুখ।

উল্লেখ্য প্রবাসীদের আর্থিক সহযোগীতায় ফেলনা মানবকল্যান ফাউন্ডেশন ২০১২ সাল থেকে মুন্সীরহাট ইউনিয়নের ফেলনাসহ বিভিন্ন গ্রামে সমাজ উন্নয়নে কাজ করছে। ২০১২ সাল থেকে প্রতি বছর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১’শ থেকে দেড়শ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে আসছে। এছাড়াও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে, অসুস্থ্য রোগীদের চিকিৎসায়, অস্বচ্ছল পরিবারের বিবাহে সহযোগীতা, একাধিক ঘর নির্মাণ, করোনাকলীন সময়ে অক্সিজেন সেবা প্রদানসহ নানাবিধ সামাজিক কাজ করে আসছে সংগঠনটি।