
মাহে রমজান উপলক্ষে কুলাসার একটি ঐতিহ্যবাহী গ্রাম ফেসবুক গুরুপের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেয়া যায় এবং আর্তমানবতার সেবায় কি কসজ করা যায় এই সব বিষয় নিয়ে এক ভার্সুয়ালি জরুরী সভা অনলাইনে (মেসেঞ্জারে) অনুষ্ঠিত হয়। ড. সালা উদ্দিন আফসারের সভাপতিত্বে সভায় এসিল্যান্ড রাসেল ইকবাল, মনোয়ার হোসেন সুফল, জামাল হোসেন শামীম, তৌহিদুল ইসলাম,ফারুক আহমেদ বাবু, সাংবাদিক জহিরুল ইসলাম সুমন, আতিক উল্লাহ সুমন প্রমুখ উপস্থিত থেকে মূল্যবান মতামত দিয়েছেন।
কুলসার একটি ঐতিহ্যবাহী গ্রাম গুরুপটি প্রতিষ্ঠার পর থেকে সব সময় মানবিক কাজ করে আসছে। বিস্তারিত আলোচনা শেষে সভায় সর্বসম্মতিক্রমে নিম্নলিখিত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়। প্রতিবারের মতো এবারো আরো জৌলুসসহ আসন্ন মাহে রমজানে পবিত্র কোর-আন প্রতিযোগিতা তেলাওয়াত অনুষ্ঠিত হবে। দুই গ্রুপে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ক গ্রুপ: সর্বোচ্চ বয়স সীমা ১০ বছর খ গ্রুপ: বয়সের সীমা ১১ থেক ১৪

বছরআবেদনের সময়: ১লা রমজান থেকে ৯ রমজান। এই প্রতিযোগিতায় শুধুমাত্র কুলাসার, পশ্চিম ডেকরা ও পূর্ব ডেকরা গ্রামের ছেলে-মেয়েরা অংশগ্রহণ করতে পারবেন।সকল গ্রুপের প্রতিযোগিতা আগামী ১০- ২৫ রমজানের মধ্যে শেষ হবে। ঈদ পূনর্মিলনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান পবিত্র ঈদ উল ফিতরের একদিন পরে অনুষ্ঠিত হবে। গ্রুপ কমিটি পূনর্গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।গ্রুপ কমিটি ও সকল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের জন্য একটি কমিটি গঠনের জন্য গ্রুপের নিম্নোক্ত সদস্যবৃন্দকে দায়িত্ব দেয়া হয়- জামাল হোসেন শামীম, আফসার আলাউদ্দিন,তৌহিদুল ইসলাম ও ডা: সামসু উদ্দিন উপরিউক্ত ব্যক্তিবর্গ আগামী ৫ই রমজানের আগেই দুইটি কমিটি গঠন শেষ করবেন।ঈদের আগে কুলাসার গ্রামের দুঃস্থ মানুষকে সহযোগিতা করার নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।
এসি ল্যান্ড ও নির্বাহী ম্যাজেস্ট্রেট জনাব রাশেল ইকবালকে ঈদের আগেই গ্রুপে একটি সুন্দর পোস্ট দিয়ে সকল দানবীর ও বিত্তবানদের কাছে যাকাত, ফেতরাসহ সকল প্রকার সহযোগিতা সহায়তা কামনা করে পোস্ট দেয়ার দায়িত্ব দেয়া হয়।

সম্ভব হলে নিম্নআয়ের গ্রামবাসীর জন্য সপ্তাহে অন্ততঃ একদিন স্বল্প মূল্যে গরুর মাংস সরবরাহ করার চেষ্টা করা হবে।সভায় আর কোনো বক্তব্য না থাকায় সভাপতি সবাইকে দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।