
পবিত্র মাহে রমজান উপলক্ষে সুজাতপুর প্রবাসী সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে ১০০ হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারকে ১৩টি আইটেমের সমন্বয়ে ২২ কেজি পরিমাণ খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
প্রতি প্যাকেজে ছিল: চাল – ৫ কেজি, আলু – ৫ কেজি, ছোলা – ২ কেজি, পেঁয়াজ – ২ কেজি, তেল – ১ লিটার, মুড়ি – ১ কেজি, লবণ – ১ কেজি, চিনি – ১ কেজি, খেজুর – ১ কেজি, ভুটের ডাল – ১ কেজি, চিড়া – ১ কেজি, ট্যাংক – ৫০০ গ্রাম, সেমাই – ২ প্যাকেট।

অনুষ্ঠানে সুজাতপুর প্রবাসী সমাজকল্যাণ পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি শিপন আরিফীন, সিনিয়র সহ-সভাপতি নাসিম হিজাযী রিফাত, সাধারণ সম্পাদক মীর হোসেন মিরু, অন্যতম উপদেষ্টা রুবেল আহাম্মেদ, অর্থ সম্পাদক মাওলানা আব্দুল আজিজ টিপু, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এমদাদ শাওন, সাইয়েদ মো. রেজাউল করিম, মো. মারুফ, আবু আহমেদসহ আরও অনেকে।
অনুষ্ঠানের শেষে মাওলানা আবুল বাশার বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, যেখানে সমাজের কল্যাণ, দরিদ্রদের সহায়তা এবং প্রবাসীদের মঙ্গল কামনা করা হয়।সুজাতপুর প্রবাসী সমাজকল্যাণ পরিষদের এ মহতী উদ্যোগ সমাজের অন্যান্য প্রতিষ্ঠান ও ব্যক্তিদের অনুপ্রাণিত করবে বলে আশা করা যায়।
