
জিএমপির সম্মানিত পুলিশ কমিশনার ডঃ মোঃ নাজমুল করিম খান ৫ মার্চ বুধবার চৌরাস্তা সংলগ্ন এলাকার যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করার লক্ষ্যে পরিচালিত অভিযান সরেজমিন পরিদর্শন করেন।
পরিদর্শনকালে কমিশনার উপস্থিত সাংবাদিকবৃন্দদের ব্রিফিং করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এ সময় তিনি জনগণের চলাচলের সুবিধা নিশ্চিত করার জন্য সকলকে ফুটপাত দখলমুক্ত রাখার আহ্বান জানান ।

উক্ত পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ জাহিদুল হাসান এবং অতিরিক্ত পুলিশ কমিশনার ( ক্রাইম এন্ড অপারেশনস) জনাব মোহাম্মদ তাহেরুল হক চৌহান , উপ পুলিশ কমিশনারবৃন্দ , গাজীপুরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।