আজঃ বুধবার ২৬ মার্চ, ২০২৫

নেত্রকোনায় উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং, দোকানীকে জরিমানা ।

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল নেত্রকোনা।

নেত্রকোনার পুর্বধলায় রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবির উপজেলার বিভিন্ন বাজার মনিটরিং করেন।

এ সময় তিনি বিভিন্ন দোকানীর সাথে কথা বলেন এবং অধিক মুনাফা লাভের আশায় অতিরিক্ত মুল্যে পণ্য বিক্রি না করার আহবান জানান। এছাড়া প্রত্যেক দোকানে হালনাগাদ মুল্য তালিকা প্রদর্শনের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির নির্দেশনা দেন। প্রথম দিন রবিবার পরিদর্শনের সময় খোলাভাবে ইফতারী পণ্য বিক্রির দায়ে এক দোকানীকে জরিমানা করা হয়।

রমজানের শুরুতে পুর্বধলা সদর বাজারে গত দুই দিনে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে কিছুটা উঠানামা করতে দেখা গেছে। রমজানের আগের দিন শশা ৩০টাকা কেজি বিক্রি হলেও পরদিন বিক্রি হয়েছে ৪০টাকা কেজি দরে। বাজারে লেবু ও তরমুজের দামে অস্বাভাবিকতা বিরাজ করলেও অন্যান্য পণ্যের দাম স্বাভাবিক রয়েছে বলে ক্রেতারা জানিয়েছেন। লেবু এক হালি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০টাকা দরে। আর তরমুজ বিক্রি হচ্ছে প্রতি পিছ ৩০০-৩৫০টাকা করে। এছাড়া বাজারে পেঁয়াজ ৪০টাকা, ছোলা ১০০টাকা, চিনি ১১০, মুড়ি-৯০, খেজুর (সাধারন) ১৮০, চাল ৭০, ব্রয়লার মুরগি ১৭৫, গরুর মাংস ৭৫০, সয়াবিন বোতলজাত ১৭৫ লিটার, বেগুন ৩০-৪০, কাঁচা মরিচ ৩০, টমেটো ১০টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

পূর্বধলা বাজারে কেনাটাকা করতে আসা ক্রেতা মো: মিরাজ আলী বলেন, বিগত কয়েক বছরের তুলনায় এ বছর রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবির বলেন, বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে জনস্বার্থে উপজেলা প্রশাসনের মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

পূর্বধলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার।

দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্টের অভিযানে নেত্রকোনার পূর্বধলায় মোঃ আবুল কালাম (৫৫) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পূর্বধলা থানার পুলিশ। অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত মোঃ আবুল কালাম ৮নং বিশকাকুনি ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি উপজেলার বিশকাকুনী ইউনিয়নের পূর্ব পাড়া গ্রামের মৃত নওয়াব আলী মেম্বারের ছেলে।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরুল আলম জানান, গ্রেপ্তারকৃত মোঃ আবুল কালাম পূর্বধলা থানার মামলা নং-০১ তারিখ ০১-১২-২৪ ধারা- ১৯০৮ সনের বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩/৪/৬/তৎসহ ১৪৩/৩২৩/১১৪/দ: বি: এর মামলার ঘটনার সহিত জড়িত মর্মে সন্ধিগ্ধ আসামি ছিল। আজ রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

পূর্বধলায় বিএনপি নেতা আবু তাহের তালুকদারের আয়োজনে ইফতার মাহফিল।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গত সোমবার (২৪শে মার্চ) এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন নেত্রকোণা জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আলহাজ¦ আবু তাহের তালুকাদার। এ উপলক্ষে পূর্বধলা হেলিপ্যাড মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান ফকির।

পজেলা বিএনপরি যুগ্ম আহবায়ক সায়েদ আল মামুন শহিদ ফকিরের সঞ্চালনয় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, উপজেলা যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা বিএনপির সদস্য মোহাম্মদ আবদুর রহিম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট ড. আরিফা জেসমিন নাহিন, নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা জজ কোর্টের জিপি এডভোকেট মাহফুজুল হক, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আমিনুল হক খান মুকুল, জেলা ও দায়রা জজ পিপি এডভোকেট আবুল হাসেম, জেলা বিএনপির সদস্য ও নারী কোর্টের পিপি নুরুল কবির রুবেল, জেলা বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর গফুর, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাউদ্দীন আহমেদ নওয়াব, যুগ্ম আহবায়ক মোহাম্মদ আবুল হাসনাত বেপারি, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু তাহের ফকির, উপজেলা কৃষক দলের সভাপতি মজিবুর রহমান, মৎস্যজীবী দলের সভাপতি আবুল কাসেম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হানিফ উদ্দিন রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কাজী মুমিনুল ইসলাম মুন্না, উপজেলা ছাত্রদলের আহবায়ক সালমান রহমান পল্লব, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজু আহমেদ প্রমুখ। এ সময় পূর্বধলা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিক দল, কৃষকদল, ছাত্রদলসহ অন্যান্য দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আবু তাহের তালুকদার বলেন, আগামী দিনে আমি যদি দলীয় মনোনয়ন পেয়ে আপনাদের ভোটে এমপি নির্বাচিত হতে পারি, তবে আমি কথা দিচ্ছি, আমার নেতাকর্মীদের মাথার তাজ করে রাখবো ইন শা আল্লাহ।

অন্যান্য নেতারা বলেন, লেডি ফেরাউন খ্যান খুনি হাসিনা ভারতে বসে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করতে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আপনাদের এ বিষয়ে সতর্ক থাকবে হবে। তারা আরও বলেন, বৃহদ দল হিসেবে দলে গ্রুপিং থাকতে পারে ধানের শীষের প্রশ্নে আমরা সবাই এক হয়ে কাজ করব। শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে শহীদ, জুলাই-আগস্ট বিপ্লবে শহীদের স্মরণে এবং বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় এবং দেশবাসীর সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন পূর্বধলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাও: নূর মোহাম্মদ।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ