
ফরিদপুরের নগরকান্দায় ৮০ বছর বয়সী বৃদ্ধা সবজান খাতুনকে দীর্ঘদিন ধরে ছাগল পালনের একটি ঘরে তালাবদ্ধ করে রেখেছেন তারই ছেলে আবুল কালাম।
বৃদ্ধা সবজান খাতুন নগরকান্দা উপজেলার শহিদনগর ইউনিয়নের দেলবাড়িয়া গ্রামের মৃত হামিদ শেখের স্ত্রী।

স্থানীয়রা জানান, তার পুত্রবধু ও সন্তান বিভিন্ন সময়ে বৃদ্ধা সবজান খাতুনকে নানান রকম মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছেন। তাকে ঠিক মত পরিচর্যা না করে সব সময় ঘরের মধ্যে অবরুদ্ধ করে রাখেন।
বৃদ্ধা মাকে ঘরের মধ্যে কেনো অবরুদ্ধ রাখা হয়েছে সে বিষয়ে, তার ছেলে আবুল কালামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার মাকে আমি যা ইচ্ছা করবো তাতে কার কি।

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির বলেন, ঘটনাস্থলে আমি নিজে গিয়ে দেখবো এবং অসহায় বৃদ্ধাকে সহযোগিতার জন্য যা যা করা দরকার আমি তাই করবো। এছাড়া, তার সন্তানের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হলে এ ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হবে।
বৃদ্ধ সবজান খাতুন বলেন আমাকে এই ঘর থেকে বের করো,অনেক সমস্যা আছে বলা যাবেনা, আশপাশে একজায়গায় থাকবানে, আমার খাবার অসুবিধা, নাওয়ার অসুবিধা, অনেক সমস্যা এতো বলা যাবেনা।