
রাজশাহীর পুঠিয়া উপজেলার বারুইপাড়া গ্রামে স্ত্রীকে হত্যা করে লাশ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে এক স্বামীর বিরুদ্ধে।
রোববার, ১৬ই মার্চ ভোরবেলা ওই ঘটনা ঘটে। অভিযুক্ত ওই স্বামীর নাম শিপন আলী (৩৫)। শিপন বারুইপাড়া গ্রামের রুস্তমা আলীর ছেলে। তার স্ত্রীর নাম সোমা বেগম।
স্থানীয় সূত্রে জানা যায় রবিবার ভোরে ঘটনার পর সকালে তার স্ত্রী গলায় উন্না পেঁচিয়ে আত্মহত্যা করে বলে প্রতিবেশীদের ডেকে এনে দেখান। পরে থানা পুলিশ খবর পেয়ে লাশটি দেখে সন্দেহ হলে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেকে) পাঠান। অন্যদিকে স্থানীয়রা আরো বলেন দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। ওই ঘটনায় নিহত সোমার মা পিঞ্জিরা বেগম বাদী হয়ে পুঠিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি করে স্বামী শিপন আলীকে। আটক করেন পুঠিয়া থানা পুলিশ, পরে শিপনকে জেল হাজতে প্রেরণ করা হয়। সরেজমিনে গেলে অভিযুক্ত শিপন আলীর পিতা রুস্তমা আলীকে বাসায় পাওয়া যায়নি।

নিহত সোমার মা পিঞ্জিরা বেগম বলেন, আমার জামাইরা মিলে আমার মেয়েকে মেরে ফেলেছে আমি তাদের ফাঁসি চাই। আমি ঘটনার সুস্থ তদন্ত করে সঠিক বিচার চাই।
এ বিষয়ে পুঠিয়া থানা ওসি কবির হোসেন বলেন,এই ব্যাপারে থানাতে একটি মামলা হয়েছে ও আমরা লাশটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছি ও একজনকে আটক করে জেল হাজতে প্রেরণ করি। আরো যারা আসামি রয়েছে তাদেরকে ধরার জন্য আমরা চেষ্টা করছি।
