
চট্টগ্রাম সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত, বিপন্ন, ঝুঁকিতে থাকা, পথ শিশুদের নিয়ে কেন্দ্রের উদ্যোগে ঈদ উৎসবের পোশাক ও প্রসাধনী সামগ্রী বিতরণ, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। বাদ আসর কেন্দ্র মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো.ফরিদুল আলম এবং বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জসীম উদ্দিন, ব্যবসায়ী মোহাম্মদ আলমগীর, ব্যবসায়ী মো. আইয়ুব, ফরহাদাবাদ কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোহাম্মদ সরোয়ার উদ্দীন ও নাজিরহাট জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক মাওলানা আজিজুর রহমান।
কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতারের সভাপতিত্বে এবং ফিজিক্যাল ইন্সট্রাক্টর গমন কান্তি দে এর সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করে কেন্দ্রের বালক নিবাসী শিশু মো. ইমাম। অতঃপর কেন্দ্রের নিবাসী মো.তামিম উদ্দিন জিসান ও মালেসিয়াম বম এর কণ্ঠে ধ্বনিত হয় ইসলামী সংগীত। এছাড়াও নিবাসী শিশু উর্মি আক্তার ও তার দলের পরিবেশনায় ইসলামী নাশিদ এবং চট্টগ্রাম সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের বালক ও বালিকা নিবাসী শিশুদের যৌথ পরিবেশনায় ইসলামী নাটিকা ‘রাইকার অপহরণ’ পরিবেশিত হয়।
এরপরেই পবিত্র মাহে রমজান মাসের গুরুত্ব এবং আসন্ন পবিত্র ঈদুল ফিতরের তাৎপর্য সম্পর্কে আলোচনা করেন প্রধান অতিথিসহ বক্তাবৃন্দ। অতঃপর কেরাত ও হামদ/নাত/ইসলাম সংগীত প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। এছাড়াও কেন্দ্রের শিশুদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উৎসবের উপহার হিসেবে
সুবিধাবঞ্চিত দুইশত শিশুকে নতুন পোশাক, প্রসাধনী সামগ্রী, মেহেদী, আতর ও টুপি বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষভাগে সহকারী শিক্ষক মাওলানা আজিজুর রহমানের পরিচালনায় দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়াও নিবাসী শিশুদের মাঝে উন্নতমানের নৈশভোজ পরিবেশন করা হয়। কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার বলেন, ঈদুল ফিতরকে সামনে রেখে কেন্দ্রে আশ্রয় পাওয়া সুবিধাবঞ্চিত শিশুদের মুখে এক ঝলক হাসির বিচ্ছুরণ ঘটাতেই আমাদের এই ছোট্ট প্রয়াস। তিনি বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সমন্বিত পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের সুবিধাবঞ্চিত, ঝুঁকিতে থাকা, বিপন্ন, পথ শিশুদের মূল স্রোতধারায় ফিরিয়ে নেওয়ার লক্ষ্যে সমন্বিত সেবা কার্যক্রম এর মাধ্যমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে কেন্দ্রটি।