
নেত্রকোণার পূর্বধলা উপজেলায় মুসলিম ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৯টায় পূর্বধলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে উপজেলায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এছাড়াও পূর্বধলা জগৎমনি সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় ও পূর্বধলা সরকারি কলেজ মাঠেও একই সাথে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
জামায়াতে ঈদের নামাজের ইমামতি করেন পূর্বধলা বড় মসজিদের ইমাম হযরত মাওলানা নূর মুহাম্মদ।
নামাজের আগে ইমাম হযরত মাওলানা নূর মুহাম্মদ উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে নসীহত করে বয়ান করেন।

উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরুল আলম, পূর্বধলা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান বুলবুল।
এছাড়াও মাঠে রাজনৈতিক, প্রশাসনিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন শ্রেণি-পেশার মুসলিম নাগরিকরা পুরো মাঠজুড়ে ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ করেন।
পূর্বধলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সার্বিক নিরাপত্তা প্রদানের জন্য সেনাবাহিনীর একটা টহল টিম মোতায়েন ছিলো।

অন্যদিকে সার্বিক নিরাপত্তার মধ্য দিয়ে পুরো উপজেলায় ঈদগাহ মাঠ ও মসজিদে মসজিদে যথাযোগ্য মর্যাদায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।