
চট্টগ্রাম-১০ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, দীর্ঘ ১৫ বছর পর এবার মানুষ ফ্যাসিবাদমুক্ত পরিবেশে খুশিমনে ঈদ উদযাপনের সুযোগ পেয়েছে। সেই ফ্যাসিবাদীদের কেউ পুনর্বাসনের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। কারণ, ফ্যাসিবাদী হাসিনা এই দেশের মুসলমানদের মুখের হাসি কেড়ে নিয়েছিল, তারা মুসলমানদের ধর্মীয় উৎসবে নানাভাবে বাধা সৃষ্টি করতো। আজ মুসলমানদের পুনর্জাগরনের সময় এসেছে, মুসলিমরা পুনরায় জেগে উঠছে ।
এই ধারা অব্যাহত থাকলে আগামী নির্বাচনে এ দেশে ইসলামের পক্ষে ভোটের জোয়ার বয়ে যাবে। চট্টগ্রাম-১০ আসনের জামায়াতের নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষ যেভাবে আমাকে আন্তরিকতার সাথে গ্রহণ করেছেন, ইনশাআল্লাহ আগামী নির্বাচনে এখানে আমাদের জন্য জয় অপেক্ষা করছে। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানান।

তিনি গতকাল শনিবার নগরীর বহদ্দারহাটের আরাকান হাউজিং সোসাইটির নিজ বাড়িতে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন। প্রসঙ্গত, ঈদের দিন থেকেই অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীর সাথে শুভেচ্ছা বিনিময় করতে প্রতিদিনই তাঁর বাড়িতে নেতাকর্মী ও এলাকার সর্বস্তরের উপচেপড়া ভিড় দেখা যায়। হেলালী নেতাকর্মীদের আপ্যায়নের পাশাপাশি তাদের উদ্দেশ্যে বক্তব্যও রাখেন।
শুভেচ্ছা বিনিময়কালে অন্যদের মধ্যে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীর সাথে উপস্থিত ছিলেন ৮ নং প্রশাসনিক ওয়ার্ডের সেক্রেটারি সাবেক ছাত্রনেতা শহীদুল্লাহ তালুকদার, বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, হাফেজ তাওহীদুল ইসলাম, মো: সোহেল, মো: আলী, মো. দেলোয়ার হোসেন, শেখ ফরিদ উদ্দীন, মো: আশরাফুল ইসলাম, মো; আব্দুল্লাহ প্রমুখ।
