
শ্রুতিলেখক না পাওয়ায় চট্টগ্রামে এসএসসি পরীক্ষায় বসেও কিছুই লিখতে পারেননি দৃষ্টি প্রতিবন্ধী সাত শিক্ষার্থী। বৃহস্পতিবার এসএসসি পরীক্ষা শুরুর প্রথমদিনে নগরীর বাংলাদেশ মহিলা সমিতি (বাওয়া) উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় বসেছিলেন তারা। সংশ্লিষ্ট বিদ্যালয় এবং চট্টগ্রাম শিক্ষাবোর্ড কর্তৃপক্ষের অবহেলায় এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীদের অভিভাবকরা। দৃষ্টি প্রতিবন্ধী সাত পরীক্ষার্থী চট্টগ্রাম নগরীর হামজারবাগ এলাকার রহমানীয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
জানা গেছে, শ্রুতিলেখক নিয়োগের নীতিমালা হচ্ছে, তাকে সর্বোচ্চ অষ্টম শ্রেণি পড়ুয়া হতে হবে এবং বয়স ১৮ বছরের নিচে হতে হবে। কিন্তু দৃষ্টি প্রতিবন্ধী পরীক্ষার্থীরা যাদের শ্রুতিলেখক হিসেবে ঠিক করেছিলেন, তাদের সবাই এসএসসি কিংবা এর ওপরের শ্রেণির শিক্ষার্থী। যে কারণে পরীক্ষার আগে বিদ্যালয় থেকে তাদের এসব শ্রুতিলেখককে অনুমতি না দেওয়ার কথা বলা হয়। তবে একেবারে পরীক্ষার আগে এ সিদ্ধান্ত জানানোর কারণে নতুন শ্রুতিলেখক ঠিক করতে পারেননি দৃষ্টি প্রতিবন্ধী পরীক্ষার্থীদের অভিভাবকেরা।

পরীক্ষার্থী যমজ দুই ভাই-বোন রূপসা খানম ও মো. মারুফের অভিভাবক মো. জসিম বলেন, শ্রুতিলেখক অষ্টম শ্রেণি কিংবা এর নিচের ক্লাসের শিক্ষার্থী হতে হবে, এটা আমাদের জানা ছিল না। আমার ওয়াইফ এবং বড় ছেলে স্কুলে নিয়মিত যায়। তাদের আগেভাগে কিছু বলা হয়নি। শেষমুহুর্তে এসে নিয়মের কথা বলে আমাদের বিপদে ফেলে দেয়া হয়েছে।
হাবিবুল হক নামে এক পরীক্ষার্থীর মা শারমিন আক্তার বলেন, আমাদের নীতিমালার কথা আগে বলা হয়নি। এজন্য অষ্টম শ্রেণির ওপরের শিক্ষার্থীকে শ্রুতিলেখক হিসেবে ঠিক করেছিলাম। কিন্তু গত সোমবার স্কুল থেকে বলা হয়েছে তারা পারবে না। শ্রুতিলেখক হতে পারবে সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা। অথচ আগে নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদেরও শ্রুতিলেখক হিসেবে অনুমতি দেওয়া হয়েছিল। আমরা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে বারবার অনুরোধ করেছি। শিক্ষাবোর্ডেও গিয়ে অনুরোধ করেছি। কিন্তু কেউ আমাদের কথায় কর্ণপাত করেনি।

পরীক্ষাকেন্দ্রে কিছুসময় বসে থেকে কিছু লিখতে না পেরে একপর্যায়ে দৃষ্টি প্রতিবন্ধী সাত পরীক্ষার্থী কেন্দ্র ছেড়ে বেরিয়ে আসেন। পরে অভিভাবকরা তাদের নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, শ্রুতিলেখক হিসেবে যাদের নেওয়া হয়েছিল, তাদের জন্য বোর্ডের অনুমতি ছিল না। শ্রুতিলেখকদের কেউ কেউ ইন্টারমিডিয়েটের ছাত্র ছিল। নীতিমালার বাইরে তো আমরা বিষয়টি অনুমোদন করতে পারি না। এছাড়া অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের প্রত্যয়নের ক্ষেত্রেও কিছু সমস্যা ছিল।