আজঃ শুক্রবার ১৮ এপ্রিল, ২০২৫

এলডিপি চট্টগ্রাম মহানগর ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে ঈদ পূর্ণমিলনী।

চট্টগ্রাম ব্যুরো:

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) চট্টগ্রাম মহানগর ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান বিকেলে নন্দনকানন পুলিশ প্লাজাস্থ লিজা গার্ডেনে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর এলডিপির আহবায়ক, রিাজনীতিবিদ ও শিক্ষাবিদ, কর্মী বান্ধব রাজনৈতিক সংগঠক, জননেতা আলহাজ্ব সৈয়দ গিয়াসউদ্দিন আলম। তিনি বলেন, ঈদ গত ১৫ বছরে খুশি নিয়ে আসতে পারেনি এলডিপি নেতাদের পরিবারে। বরং ঈদ এলে তাদের ওপর নেমে আসত আরও বেশি গ্রেফতার ও হয়রানির খড়্গ। ফ্যাসিবাদ পতনের পর এবার মুক্ত পরিবেশে স্বস্তির ঈদ এলডিপি নেতাদের। এবার মুক্ত পরিবেশে ঈদ উদযাপন রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছে এলডিপির নেতাকর্মীরা। এ ধারা অব্যাহত রাখতে নেতাকর্মীদের আহবান জানান। সংবর্ধেয় অতিথি ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সামাজিক উদোক্তা, দানবীর, কুয়েত এলডিপির সভাপতি আলহাজ্ব জাফর আহমদ চৌধুরী। গণতান্ত্রিক যুবদল চট্টগ্রাম মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করিম মিয়ার প্রাণবন্ত সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম মহানগর আহবায়ক কমিটির সদস্য ও গনতান্ত্রিক উলামা দলের সভাপতি মাওলানা মোহাম্মদ শাহ আলম আলকাদেরি, কোতোয়ালি থানা এলডিপির সভাপতি মো. আবু সৈয়দ, মহানগর উলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ আবুল হায়াত নক্সবন্দী, গনতান্ত্রিক যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুল আমিন, বায়েজিদ বোস্তামী থানা এলডিপির প্রবীণ নেতা মোহাম্মদ আলি। বক্তব্য রাখেন, মহানগর গণতান্ত্রিক ছাত্রদলের সভাপতি মোহাম্মদ ফরহাদ, মওলানা জাহেদুল ইসলাম, একে নয়ন, মোহাম্মদ দেলোয়ার, হারুন হায়দার, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ আসলাম, মোহাম্মদ মাসুদ,মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ সাদ্দাম, মোঃ ফরিদুর রহমান (দিপু) আব্দুল নবী, মো. আব্দুর রাজ্জাক মোঃ রুবেল, মোহাম্মদ কাউসার, মোহাম্মদ ফোরকান, মো. শফিক, মো. ফারুক প্রমুখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রাউজানে কদলপুরে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর জনসভার প্রচারণায় মোটর শোভাযাত্রা।

রাউজানের কদলপুর স্কুল এন্ড কলেজ মাঠে আগামী শনিবার অনুষ্ঠিতব্য বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর জনসভা উপলক্ষে প্রচারণা মোটর শোভাযাত্রা করেছে কদলপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল।
১১ এপ্রিল (শুক্রবার) বিকাল সাড়ে ৪ টায় উপজেলার নাতোয়ান বাগিছা জামে মসজিদ প্রাঙ্গণ হতে ঈদ পুনর্মিলনী ও জনসভা বাস্তবায়ন কমিটির সভাপতি

হাফেজ মুহাম্মদ হাসেমের নেতৃত্ব এই প্রচারণা শুরু হয়। প্রচারণায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার বাস্তবায়নে লক্ষে নাতোয়ান বাজার, মীর বাগিচা, সোমবাইজ্জ্যে হাট, ঈশান ভট্টের হাট, গৌরসংঙ্কর হাট, পাহাড়তলী চৌহমুনি, চুয়েট গেইট, গশ্চি নয়াহাটে লিপলেট বিতরণ করেন।
এইসময় একটি মোটর শোভাযাত্রা হাফেজ বজলুর রহমান সড়কের নাতোয়ান বাগিছা হতে শুরু করে পাহাড়তলী চৌমুহনী হয়ে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের চুয়েট গেইট হতে গশ্চি নয়াহাট পর্যন্ত প্রদক্ষিণ করে কদলপুর স্কুল এন্ড কলেজের মাঠের সভাস্থলে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যদিয়ে শেষ হয়।

এই সময় বক্তব্য রাখেন ঈদ পুনর্মিলনী ও জনসভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হাফেজ মুহাম্মদ হাসেম, সদস্য সচিব নজরুল ইসলাম, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার, উপজেলা ছাত্রদল নেতা জাহেদুল ইসলাম।

এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সদস্য সেলিম উদ্দিন চৌধুরী, আব্দুল মান্নান, কাজী গিয়াস উদ্দিন, উপজেলা ছাত্রদল নেতা মুরাদুল আলম, স্বেচ্ছাসেবক দলের নেতা মাওলানা আব্দুর ছবুর, জানে আলম শুক্কুর, এয়ার খান, যুবদল নেতা জাহাঙ্গীর আলম, জানে আলম, কামাল উদ্দিনসহ কদলপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতৃবৃন্দ। আগামীকালের সমাবেশ সর্বস্তরের জনসাধারণের শান্তিপূর্ণ উপস্থিতি ও সমাবেশ সফল করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন আয়োজকরা।

আব্দুল্লাহ আল নোমান বাংলাদেশের রাজনৈতিক শিক্ষক ছিলেন: মাসুম

বিএনপি নেতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফোরাম জাতীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তফা আলম মাসুম বলেছেন আব্দুল্লাহ আল নোমান বাংলাদেশের রাজনীতির একজন প্রাণ পুরুষ। তার হাত ধরেই অনেক রাজনৈতিক নেতাকর্মীর সৃষ্টি হয়েছে। তিনি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, বীর চট্টলার কৃতি সন্তান, বাংলাদেশের প্রগতিশীল নেতাদের নেতা। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে আব্দুল্লাহ আল নোমান জাতীয় সংসদে তিন বার সংসদ সদস্য এবং মন্ত্রী ছিলেন। বিএনপির জন্ম লগ্ন থেকে জাতীয়তাবাদী দলকে চট্টগ্রামে শক্তিশালী করার জন্য নিজেকে সাংগঠনিক পর্যায়ে উঁচু মাত্রায় পৌছিয়ে দেন।

স্বৈরাচার বিরোধী আন্দোলনে অসমান্য ভূমিকা পালন করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত এ নেতা। রাজনৈতিক যাত্রা শুরু সাবেক রাষ্ট্রপতি স্বাধীনতার মহান ঘোষক জিয়াউর রহমানের হাত ধরে। পরবর্তীতে তিনি বিএনপির রাজনীতির পাশাপাশি বাংলাদেশের সামাজিক, শিক্ষা, ক্রীড়া ও স্বাস্থ্য প্রতিষ্ঠান কেন্দ্রিক অসামান্য অবদান রেখেছেন। তার অনুপস্থিতি বাংলাদেশ একজন একাত্তরের রণাঙ্গণের মুক্তিযোদ্ধা স্বনামধন্য পরিবারের সন্তান এবং দেশপ্রেমিক একজন নেতার অভাব পরিলক্ষিত হচ্ছে। তার সামগ্রিক কর্মকাণ্ড ছিল দেশের স্বার্থে এবং আঞ্চলিক প্রান্তিক জনগোষ্ঠীর স্বার্থ রক্ষায়। আব্দুল্লাহ আল নোমান বাংলাদেশের রাজনীতিবিদদের রাজনৈতিক শিক্ষক ছিলেন বলে তিনি উল্লেখ করেন। তিনি সম্প্রতি উত্তর হাটহাজারী প্রবীন বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে মির্জাপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের স্মরণ সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। প্রবীন বিএনপি নেতা মুহাম্মদ আবুল হাশেম মাস্টারের সভাপতিত্বে ও প্রবীন বিএনপি নেতা ওবাইদুল আকবরের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রবীন বিএনপি নেতা মোঃ সুলতানুল আলম চৌধুরী, মুহাম্মদ জাহাঙ্গীর মেম্বার, মওলানা মুহাম্মদ নাসির আহমদ, হাজী মুহাম্মদ আবুল বশর, মুহাম্মদ নুরুল ইসলাম বাচা, সাবেক সেনা কর্মকর্তা মোঃ ছদরুল আলম, প্রবীন বিএনপি নেতা মোঃ জসিম উদ্দিন, মুহাম্মদ শামসুল আলম, মুহাম্মদ জামাল উদ্দিন, মোঃ শাহ্ আলম, মোঃ আলী আজম মেম্বার, যুবদল নেতা মোঃ জাহেদ, মোঃ মোর্শেদুল আলম, মোঃ আমির হোসেন, মুহাম্মদ আব্দুল মালেক প্রমুখ। স্মরণ সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান সহ হাটহাজারীর প্রয়াত বিএনপি, যুবদল, ছাত্রদল সহ সকল নেতৃবৃন্দের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ