
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলীকে অপসােণের দাবিতে শত শত ইউনিয়নবাসী বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কার্যালয়ে অবস্থান নেন এবং স্মারকলিপি প্রদান করেন। এরই প্রেক্ষিতে এই দিনে চেয়ারম্যানকে অপসারণ করা হয়, এবং প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
কলমাকান্দার ই্উএনও ফাইযুল ওয়াসীমা নাহাত চেয়ারম্যানকে অপসারণ ও প্রশাসক নিয়োগের তথ্যটি নিশ্চিত করেছেন। সচেতন ও ভুক্তভোগী নাগরিকদের ব্যানারে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন নাজিরপুর ইউপি’র সর্বস্তরের জনগণ।

স্মারকলিপিতে উল্লেখ, চেয়ারম্যান আব্দুল আলী দায়িত্ব গ্রহণের পর থেকেই স্বেচ্ছাচারিতা, দুর্নীতি, অনিয়ম ও পক্ষপাতিত্বমূলক আচরণের মাধ্যমে জনগণের সঙ্গে অবিচার করে আসছেন। বিশেষ করে চেয়ারম্যান তার ছেলে স্বাধীন বিভিন্ন সরকারি সহায়তা কর্মসূচি, যেমন- বিধবা ও বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, ট্যাব, সেলাই মেশিন, সোলার প্যানেল ইত্যাদি বিতরণের ক্ষেত্রে আর্থিক লেনদেন ও ঘুষ নেওয়ার অভিযোগ আনা হয়েছে। এসব সুবিধা নিতে সাধারণ গ্রামবাসীদের কাছ থেকে আটশো থেকে এক হাজার টাকা পর্যন্ত আদায় করা হয়েছে।
অপসারণ দাবিতে দেওয়া স্মারকলিপিতে আরো উল্লেখ, চেয়ারম্যান আব্দুল আলীর কার্যক্রমের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা না হলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে। তাই জনস্বার্থে তাঁকে দ্রুত অপসারণ করার দাবি জানানো হয়।

ইউনিয়নের বিভিন্ন গ্রামের গণ্যমান্য ব্যক্তি, তরুণ সমাজ এবং ভুক্তভোগী নারী-পুরুষ। তাঁরা বলেন, “জনপ্রতিনিধি হয়ে যদি জনগণের বিপক্ষে কাজ করে। চেয়ারম্যান পদে থাকার আব্দুল আলীর নৈতিক অধিকার নেই ।
স্মারকলিপিটি ইউএনও কার্যালয়ে জমা দেওয়ার সময় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অংশগ্রহণকারীরা।