এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের হাওরিয়াচালা গ্রামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রক্তাক্ত অবস্থায় মরদেহটি ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

রোববার (১৪ এপ্রিল) রাতের দিকে কালিয়াকৈর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।নিহত নারীর নাম আছিয়া খাতুন (৬০)। তিনি হাওরিয়াচালা গ্রামের কাজী মুউদ্দিনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত।ঘটনার দিনও তাদের মধ্যে ঝগড়ার ঘটনা ঘটে। এরপর রাতেই আছিয়া খাতুনের মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। নিহতের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি এলাকাবাসীর।

কালিয়াকৈর থানা পুলিশের তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জানান, মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।এটি হত্যা না আত্মহত্যা—তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিতভাবে বলা যাবে।









