
হালিশহরস্থ ‘মিরসরাই ভবন’ এ মিরসরাই এসোসিয়েশন-চট্টগ্রাম’র উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও বাংলা নববর্ষ ১৪৩২ উদ্যাপন করা হয়েছে। ১৪ এপ্রিল শুক্রবার দিনব্যাপী এই বর্ণিল আয়োজনে চট্টগ্রামে বসবাসরত মিরসরাইবাসীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বাঙালিয়ানায় ভরপুর নানা পদের ঐতিহ্যবাহী খাবার ও মনোজ্ঞ
সাংস্কৃতিক অনুষ্ঠান। গানে, কবিতায় ও কৌতুকে ভরে ওঠে বাংলা সংস্কৃতির বহুমাত্রিক রূপ। এদিনটি মিরসরাইবাসীর মিলন মেলাও বটে, যেখানে সবাই একত্রিত হয়ে বাংলা নববর্ষকে বরণ করে নেন। এসোসিয়েশনের কর্মকর্তারা বলেন, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন আরও বৃহৎ পরিসরে ও উৎসবমুখরভাবে করা হবে।
