
চট্টগ্রাম বন্দরে আসা একটি চালানে ১ কোটি ২৫ লাখ শলাকা সিগারেট পেয়েছে কাস্টমস। বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাত থেকে কমলা ঘোষণায় এই সিগারেট আনা হয়েছে।
কাস্টমস সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে কাস্টম হাউসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখা রপ্তানিকারকের ওয়েবসাইট, উৎস দেশ, আমদানিকারকের ব্যবসার ধরন, ঠিকানা, পণ্যের বর্ণনা বিশ্লেষণ করে চালানটিতে অসত্য ঘোষণার পণ্য

থাকার বিষয়ে ধারণা পায়। এরপর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সহায়তায় এআইআর শাখা চালানটির কনটেইনারটি বুধবার (২১ মে) ফোর্সড কিপ ডাউন করে কায়িক পরীক্ষা চালায়। এতে ১ হাজার ২৫০ কার্টনে দুইটি বিদেশি ব্রান্ডের ১ কোটি ২৫ লাখ শলাকা সিগারেট এবং ৩৮৮ কার্টনে ৫ হাজার ৪৩২ কেজি ঋজঊঝঐ ঘঅঠঊখ ঙজঅঘএঊ ঈখঅঝঝ ঙঘঊ পাওয়া যায়। এ চালানে মিথ্যা ঘোষণায় ৩০ কোটি টাকার রাজস্ব ফাঁকির অপেষ্টা হয়েছিল।
কাস্টম হাউসের যুগ্ম কমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম জানান, ঢাকার মালিবাগের আউটার সার্কুলার সড়কের মারুফ মার্কেটের আহসান করপোরেশনের নামে সংযুক্ত আরব আমিরাত থেকে ঋজঊঝঐ ঘঅঠঊখ ঙজঅঘএঊ ঘোষণায় ৪০ ফুট লম্বা এক কনটেইনার পণ্য বন্দরে আসে। চালানটি খালাসের জন্য সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান চট্টগ্রামের মোগলটুলির দিবা ট্রেডিং লিমিটেড গত ১৯ মে কাস্টম হাউসে বিল অব এন্ট্রি দাখিল করে।

তিনি বলেন, চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনারের নির্দেশে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কাস্টমস আইন ২০২৩ এবং প্রচলিত অন্যান্য আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান মোহাম্মদ সাইদুল ইসলাম।