
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২২ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে দৈনিকটির সম্পাদক ও প্রকাশক খান সেলিম রহমান, এডিটরিয়াল বোর্ড ও সকল সংবাদকর্মীকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন- ভোলা দক্ষিণ প্রেসক্লাবের সভাপতি প্রভাষক কবি রিপন শান ।
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার উপ-ব্যবস্থাপনা সম্পাদক ও মাতৃজগত টিভির ডিরেক্টর মোঃ শাহাবুদ্দিন রিপন শান এক প্রাণঘণ শুভেচ্ছা বার্তায় বলেন- সৎ ও সাহসী সাংবাদিকতার নিরন্তর যাত্রার এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল দেশের জনপ্রিয় সংবাদপত্র দৈনিক মাতৃজগত । ২০০২ সালে যাত্রা শুরু করা এই পত্রিকাটি আজ ২২ বছর পার করে ২৩ বছরে পা রাখল। আমি দৈনিক মাতৃজগত পত্রিকার বর্ষপূর্তি উপলক্ষে পাঠক, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলে- “সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে নির্ভীক সাংবাদিকতার প্রতীক হয়ে ওঠা দৈনিক মাতৃজগত আজ দেশের গণমানুষের কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এই পথচলায় আমি পত্রিকার কৃতী সম্পাদক খান সেলিম রহমান সহ সকল সাংবাদিকের প্রতি আন্তরিক অভিনন্দন নিবেদন করছি ।
তিনি আরও বলেন- “সাংবাদিকতা আমাদের কাছে শুধুমাত্র একটি পেশা নয়, এটি দায়িত্ব ও দায়বদ্ধতার জায়গা। সাধারণ মানুষের অধিকার, ন্যায়ের পক্ষে অবস্থান এবং সত্য প্রকাশে আগামীতেও আমরা অটল থাকব ।
অন্য এক বার্তায় দৈনিক মাতৃজগত সম্পাদক খান সেলিম রহমান বলেন- ২২ তম বর্ষপূর্তির এই বিশেষ দিনে পাঠক বিজ্ঞাপনদাতা শুভাকাঙ্ক্ষী আমার পত্রিকায় কর্মরত সকল সাংবাদিকসহ সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরো বলেন- “মাতৃজগত সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আসছে । আগামী দিনেও দেশের কল্যাণে সব সময় জনগণের পাশে থাকবে । এবং দেশ ও দেশের বাইরের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সকল সাংবাদিকের পক্ষে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হয়ে কাজ করবে মাতৃজগত পরিবার।”

এবছর জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২২ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে রাজধানীতে অনুষ্ঠিতব্য বর্ণাঢ্য আয়োজনে রাখা হয়েছে— গুণী সাংবাদিকদের মাঝে সম্মাননা স্মারক প্রদান, জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ সংখ্যা প্রকাশ, পাঠকদের মতামত গ্রহণ, সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ অনুষ্ঠান এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা সহ বহুমাত্রিক সৃজনশীল নৈবেদ্য ।