
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় আসন্ন পবিএ ঈদ উল আযহা উপলক্ষে সুষ্ট্রফিক ব্যবস্থাপনার লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে চন্দ্রা পুলিশ বক্সের সামনে নাওজোড় হাইওয়ে পুলিশ, গাজীপুর রিজিয়ন এর আয়োজনে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনায় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর হাইওয়ে পুলিশ সুপার ড. আ. ক. ম আক্তারুজ্জামান বসুনিয়া এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)রিয়াদ মাহমুদ, নাওজোড় হাইওয়ে থানার ওসি সওগাত আলম,
গাজীপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি রিয়াজ উদ্দিন, গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক দেওয়ান জসিম, শ্রমিক নেতা ইলিয়াস হোসেন, লতিফ হোসেন, কালিয়াকৈর উপজেলার প্রেসক্লাবে ধর্ম বিষয়ক সম্পাদক বিজনেস বাংলাদেশ পত্রিকার রিপোর্টার মীর সোহেল মিয়া, সংবাদ দিগন্ত উপজেলা প্রতিনিধি শাহিদুল ইসলাম,দৈনিক কালের কন্ঠের রিপোর্টার মাহবুব হাসান মেহেদী প্রমুখ।
তারিখ ২৮-০৫-২৫ইং