
চট্টগ্রাম নগরের নিম্নআয়ের তিন লক্ষাধিক পরিবারকে খাদ্য সহায়তা দিতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ফ্যামিলি কার্ড বিতরণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। সরকারের ভর্তুকিপ্রাপ্ত পণ্য যেন অসচ্ছল নাগরিকদের হাতে সহজে ও স্বচ্ছতার সঙ্গে পৌঁছে—এ লক্ষ্যেই নেয়া হয়েছে এই পদক্ষেপ।
বুধবার (২৮ মে) চসিক সম্মেলন কক্ষে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘টিসিবি পণ্য প্রাপ্তি নাগরিকদের অধিকার।
বিশেষ করে অসচ্ছলদের জন্য এ সহায়তা কার্যক্রম সহজ ও কার্যকর করতে হবে। এজন্য ফ্যামিলি কার্ডভিত্তিক একটি স্বচ্ছ ও টেকসই ব্যবস্থা গড়ে তোলা জরুরি।’
মেয়র আরও বলেন, ‘সরকারিভাবে ভর্তুকি দেওয়া খাদ্যপণ্য প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছায়, তা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন নিরবচ্ছিন্ন কাজ করে যাচ্ছে। কোনো মধ্যস্বত্বভোগী বা অনিয়মের সুযোগ দেওয়া হবে না।’তিনি জানান, ফ্যামিলি কার্ডের মাধ্যমে তথ্যভিত্তিক ডাটাবেইস তৈরি করা হচ্ছে; যা ভবিষ্যতে অন্যান্য সামাজিক সুরক্ষা কার্যক্রমে সহায়ক হবে।‘দরিদ্রবান্ধব নীতিমালা ও কার্যক্রম ছাড়া একটি টেকসই নগরী গড়া সম্ভব নয়’ বলেও উল্লেখ করেন মেয়র।
টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ বলেন, ‘মেয়র ডা. শাহাদাত হোসেনের কার্যকর নেতৃত্ব ও পরিকল্পনায় অসচ্ছল নাগরিকদের কাছে পণ্য পৌঁছানো সহজ হয়েছে। চট্টগ্রামের এই কার্যক্রম দেশের অন্যান্য সিটি কর্পোরেশনগুলোর জন্য রোল মডেল হতে পারে।’সভায় চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মো. আশরাফুল আমিনসহ কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
