
কক্সবাজার জেলা তায়কোয়ানডো এসোসিয়েশনের উদ্যোগে “তায়কোয়ানডো প্রতিযোগিতা ও পরিদর্শন-২০২৫” অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১ জুন) বিকেলে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের দক্ষিণ খুরুশকুল আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুরুশকুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আমিন। প্রধান বক্তা ছিলেন সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি মোতাহের হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুরুশকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাস্টার আবদুর রহিম, খুরুশকুল ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ফরিদুল আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিত চক্রবর্তী, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সেলিম এবং ক্রীড়াবিদ মোহাম্মদ আলম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে শুভ সূচনা করা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মূল কার্যক্রম শুরু হয়।
প্রতিযোগিতা শেষে জেলা প্রশিক্ষক মো. জামাল হোসাইনের তত্ত্বাবধানে আত্মরক্ষামূলক বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়, যা উপস্থিত দর্শকদের মাঝে উৎসাহ সৃষ্টি করে।
পরে অতিথিদের মাঝে সম্মাননা স্মারক এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠানে অতিথিবৃন্দরা বলেন, “এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে ও শারীরিকভাবে সুস্থ-সবল হয়ে ওঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তায়কোয়ানডো শুধু খেলা নয়, এটি আত্মরক্ষার একটি গুরুত্বপূর্ণ কৌশল, যা বর্তমান সময়ের প্রেক্ষাপটে অত্যন্ত জরুরি।

অভিভাবকরাও সন্তুষ্টি প্রকাশ করে জানান, এমন প্রশিক্ষণ ও প্রতিযোগিতা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে অনন্য ভূমিকা রাখবে।প্রশিক্ষক মো. জামাল হোসাইন জানান, “তায়কোয়ানডো শুধু কৌশলগত প্রশিক্ষণ নয়, এটি শিশু-কিশোরদের মাঝে শৃঙ্খলা, আত্মনির্ভরতা ও আত্মরক্ষার চেতনা গড়ে তোলে।”এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিল বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন।











