
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিল এর সাবেক সদস্য, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রাম এর সাবেক সদস্য, সর্বজন শ্রদ্ধেয় সিনিয়র আইনজীবী মরহুম এডভোকেট কবির চৌধুরী এর ৫ম মৃত্যু বার্ষিকী। আজকের এই দিনে আমি মরহুম এডভোকেট কবির চৌধুরীকে শ্রদ্ধার সহিত স্মরণ করছি। মরহুম এডভোকেট কবির চৌধুরী জাতীয়তাবাদী আদর্শের রাজনীতির জন্য অনেক ত্যাগ করেছেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রামকে শক্তিশালী করার জন্য সব সময় পজিটিভ ভূমিকা পালন করেছেন। সর্বোপরি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সকল দলের সদস্যদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে মরহুম এডভোকেট কবির চৌধুরী অনবদ্য ভূমিকা পালন করতেন। বর্তমানে মরহুম এডভোকেট কবির চৌধুরী স্যার এর মত নির্লোভ, নির্মোহ, সর্বজন শ্রদ্ধেয় সিনিয়র পাওয়া অনেকটা কঠিন। আমি আবার ও আজকের এই দিনে আল্লাহর কাছে প্রার্থনা করছি আমাদের সবার প্রিয় মরহুম এডভোকেট কবির চৌধুরী স্যারকে সকল ভাল কাজের বিনিময়ে আল্লাহ জান্নাতে নসিব করুক। আমিন। এডভোকেট এরশাদুর রহমান রিটু, যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, চট্টগ্রাম, সাবেক সহ সাধারণ সম্পাদক চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। সাবেক সহ আইন বিষয়ক সম্পাদক চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি, সাবেক সাংগঠনিক সম্পাদক সাতকানিয়া উপজেলা বিএনপি, সদস্য সচিব চট্টগ্রাম দক্ষিণ জেলা লিগ্যাল এইড কমিটি।