
গাজীপুরের কালিয়াকৈরে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের কাঁঠালতলী এলাকায়।
অভিযোগে জানা গেছে, উপজেলার গলাচিপা এলাকার মৃত: আবদুল মালেকের ছেলে রিপন মিয়ার(৩৬) সাথে দীর্ঘ দিন যাবত বিভিন্ন বিষয় নিয়ে একই এলাকার মোঃ জনি ও শাওন মিয়ার সাথে শত্রুতা চলে আসছে। গত ৩১ মে শনিবার সকালে জামালপুর চৌরাস্তা থেকে রিকসা নিয়ে বাড়ি ফেরার পথে কাঁঠালতলী এলাকায় আফজালের মাছের খামারের পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা জনি মিয়া ও শাওন হোসেন তাকে রিকশা থেকে টেনে হেচড়ে নামায়। কিছু বুঝে ওঠার আগেই

রিপন মিয়াকে প্রতিপক্ষরা সন্ত্রাসী কায়দায় লোহার রড ও লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। রিপন মিয়ার আত্মচিৎকারে আশপাশের মানুষজন ছুটে এলে হামলাকারীরা খুন জখমের হুমকি দিয়ে চলে যায়। স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।