এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে বাকলিয়া থানা এলাকা থেকে মোঃ আবির সানি (২৪) নামে ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এনেতাকে শোপর্দ করেছেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। জানা যায় বাকলিয়া থানার ১৯ নং ওয়ার্ড় ইছাকেরপুল এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের নিয়ে মিছিল করতে গেলে বাকলিয়া থানার বিএনপি ও ছাত্রজনতা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে তাকে আটক করে পুলিশে দেওয়া হয়।গ্রেফতারকৃত মোঃ আবির সানির বাড়ি কুমিল্লা, বর্তমানে বাকলিয়া ইছাকেরপুল নিরমল গলির আলম ম্যানসন’র বাসিন্দা। সে মৃত নাছিরের পুত্র।

বাকলিয়া থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন বলেন, মোঃ আবির সানি নামে নিষিদ্ধ সংগঠনের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বিএনপির নেতাকর্মী এবং জনগণ আটক করে বাকলিয়া থানার টহল পুলিশের নিকট তাকে হস্তান্তর করেন বলে জানান ওসি।
উল্লেখ্য, মোঃ আবির সানি সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নওফেল এর অনুসারী। এলাকাবাসী বলেন, চাঁদবাজী, বৈষম্য বিরোধী আন্দোলনে ১৯ নং ওয়ার্ড় কাউন্সিলর নুরু আলম মিয়ার নেতৃত্বে লাঠিসোটা নিয়ে ছাত্র-জনতার উপর হামলা চালায় এবং অসংখ্য ছাত্রজনতাকে মারধরসহ বিভিন্ন অপকর্মের হোতা।












