আজঃ বুধবার ১৬ জুলাই, ২০২৫

চট্টগ্রামে পাহাড়ি ঝরনার কূপে পানিতে তলিয়ে গেল দুই শিক্ষার্থী।

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামে দুটি আলাদা ঘটনায় ২০ ঘণ্টা ব্যবধানে পাহাড়ি ঝরনার কূপে পানিতে তলিয়ে গিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তারা বন্ধুদের নিয়ে বেড়াতে গিয়েছিলেন বলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন।
রোববার মিরসরাই উপজেলার বড় দারোগাহাটে রূপসী ঝরনায় প্রাণ হারিয়েছেন এক কলেজ ছাত্র। এর আগে, শনিবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের ছোটদারোগাহাট এলাকায় সহস্রধারা ঝরনায় মৃত্যু হয় এক স্কুল ছাত্রের।

জানতে চাইলে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, দুপুর সাড়ে ১২টার দিকে রূপসী ঝরনার কূপে গভীর পানিতে তলিয়ে যাওয়া এক তরুণের লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তার নাম আসিফ উদ্দিন (২৪)। তাদের বাসা চট্টগ্রাম নগরীর পূর্ব মাদারবাড়ি কামাল গেট এলাকায়। নগরীর ইসলামিয়া ডিগ্রি কলেজে সম্মান চূড়ান্ত বর্ষের ছাত্র ছিলেন ওই তরুণ। ওসি বলেন, সকালে পাঁচ বন্ধু মিলে চট্টগ্রাম নগরী থেকে রূপসী ঝরনায় ঘুরতে আসেন। সেখানে তারা ঝরনার পানিতে নামার পর একপর্যায়ে আসিফ গভীরে তলিয়ে যান। প্রথমে বন্ধুরা খোঁজাখুঁজি করেন। কিন্তু না পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। দুপুর ১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।
এর আাগে শনিবার (১৪ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে সীতাকুণ্ডে সহস্রধারা-২ ঝরনা থেকে তাহসিন আনোয়ার (১৭) নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, তাহসিন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিলেন। তাদের বাসা চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকায়। তার বাবার নাম আনোয়ার হোসেন। মা লুৎফুন নাহার একজন উপসচিব, যিনি জীবন বীমা করপোরেশনে মহাব্যবস্থাপক হিসেবে আছেন।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, তাহসিনরা সাত বন্ধু মিলে শনিবার দুপুরে সহস্রধারা ঝরনায় বেড়াতে গিয়েছিলেন। তিন বন্ধু ঝরনার পানিতে নেমেছিলেন। তিনজনের মধ্যে তাহসিন পানির গভীরে তলিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি টিম গিয়ে তার লাশ উদ্ধার করে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে জুলাই অভ্যুত্থানবিরোধী কর্মকাণ্ড রুখতে ‘যৌথ টহল’ কর্মসূচি

জুলাই অভ্যুত্থানবিরোধী কর্মকাণ্ড রুখতে বিভিন্ন বাহিনীর সমন্বয়ে চট্টগ্রাম নগরী থেকে সাতকানিয়া পর্যন্ত যৌথ টহলের কর্মসূচি নিয়েছে জেলা প্রশাসন। আগামী সোমবার (২১ জুলাই) এর সম্ভাব্য সময়ও নির্ধারণ করা হয়েছে।মঙ্গলবার দুপুরে নগরীর সার্কিট হাউজে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম।‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে আয়োজিত ড্রোন শোসহ ধারাবাহিক কর্মসূচি সম্পর্কে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, ‘আগামী সোমবার একটা জয়েন্ট পেট্রোল টিম নিয়ে আমরা মাঠে নামার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছি। প্রস্তুতি শুরু হয়েছে। বিভাগীয় কমিশনার স্যারের অনুমতি সাপেক্ষে আমরা এটা করব। এই টিমে র‌্যাব, বিজিবি, আর্মি, পুলিশ, আনসার, এয়ারফোর্স, জেলা প্রশাসন থাকবে। আমরা সবাই একসঙ্গে মুভ করব। সার্কিট হাউজ থেকে রওনা দিয়ে ১০০ থেকে ১৫০ মাইল মুভ করে আমরা সাতকানিয়া পর্যন্ত যাবো।’
তিনি বলেন, ‘আমরা সারা বাংলাদেশকে জানাতে চাই যে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে কোনো কার্যক্রম কিংবা নাশকতার চেষ্টা কেউ করলে তারা যেন সতর্ক হয়ে যায়। আমরা সতর্ক অবস্থানে আছি, এটা তাদের জানাতে চাই।’এদিকে বুধবার (১৬ জুলাই) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে ড্রোন ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষ্যে লাখো মানুষের সমাগমের আশা করছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক বলেন, ‘সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ড্রোন শো জেলা স্টেডিয়ামে হবে। সেখানে ১১০০ ড্রোন উড়বে। আমরা আশা করছি সেখানে এক লাখের মতো জনসমাগম হবে। সিএমপি থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গোয়েন্দা কার্যক্রম অব্যাহত আছে। আমরা কোনো ধরনের নিরাপত্তাহীনতার আশঙ্কা করছি না। আইনশৃঙ্খলা রক্ষায় যা যা করণীয় দরকার, সবকিছুই করা হচ্ছে।’
চট্টগ্রামের ১৫টি স্থানে জুলাই শহিদদের স্মৃতিফলক স্থাপন করা হবে জানিয়ে তিনি বলেন, ‘যেখানেই শহিদ হয়েছে, সেখানেই স্মৃতিফলক স্থাপন করা হবে। চট্টগ্রামে মোট ১৫টি জায়গায় করা হবে।

মহানগরীতে যারা মারা গেছেন, সেটা করবে সিটি করপোরেশন। মহানগরীর বাইরে উপজেলা পর্যায়ে এলজিইডি করবে।’এ ছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে ধারাবাহিকভাবে প্রতীকী ম্যারাথন, যতজন শহিদ ততগুলো বৃক্ষরোপণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চলচ্চিত্র প্রদর্শনী, শহিদদের মায়েদের নিয়ে সমাবেশ, হেলথ ক্যাম্প, এলাকাভিত্তিক জুলাই যোদ্ধাদের সমাগম ও প্রধান উপদেষ্টার ভিডিও বার্তা প্রচার এবং সম্মাননা প্রদানসহ আরও কর্মসূচির তথ্য জানানো হয়েছে সংবাদ সম্মেলনে।এরপর আওয়ামী লীগ সরকারের পতনের দিন ৫ আগস্ট সকাল ৯টায় জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে বলে জানান জেলা প্রশাসক।

আনজুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী কেন্দ্রীয় সংসদের মহাসচিবের মায়ের ইন্তেকাল

 

অছিয়ে গাউসুলআজম মাইজভাণ্ডারী মাওলানা শাহসুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারীর বিশিষ্ট মুরিদ মরহুম জহিরুল আলম বাচ্চুর সহধর্মিণী, গাউসুলআজম মাইজভাণ্ডারীর আদর্শবাহি সংগঠন আনজুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় সংসদের সম্মানিত মহাসচিব আলহাজ্ব মাসুদ মাহমুদের মমতাময়ী মা গত ১৩ জুলাই রবিবার নিজ বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন,ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন ।

মৃত্যুকালে তার বয়স হয়েছে ৫৮বছর । মরহুমা সন্তান সন্ততিসহ বহু গুণগ্রাহী রেখে জান। মরহুমার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দরবারে গাউসুলআজম মাইজভাণ্ডারীর মহামান্য জিম্মাদার ও মুন্তাজেম আওলাদ, জাঁ-নশীনে অছিয়ে গাউসুলআজম শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী (ম.) । মরহুমার জানাজা উপস্থিত ছিলেন আনজুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় সংসদের সভাপতি শাহজাদা সৈয়দ আহমদ নাভিদ হাসান মাইজভাণ্ডারী কেন্দ্রীয় সংসদ, চট্টগ্রাম মহানগর, বিভিন্ন দায়রা আঞ্চলিক শাখাসহ,স্থানীয় সমাজ প্রতিনিধি নিকটাত্মীয় স্বজন জানাজায় উপস্থিত ছিলেন। মাওলানা সৈয়দ মুহাম্মদ তানজীদ হোসাইন জানাজার নামাজের ইমামতি করেন মাওলানা আবুল মনচুর মোনাজাত পরিচালনা করেন ।

 

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ