
পাবনার ভাঙ্গুড়ায় ঈশ্বরদী-জয়দেবপুর রেল লাইনের উপরের একটি অংশ ভেঙে যাওয়ায় সেই অংশে পাটের বস্তা দিয়ে ঝুঁকিপূর্ণভাবে ট্রেন পার হয়েছে মঙ্গলবার(২৪ জুন) সকালে ভাঙ্গুড়া রেল স্টেশনের পাশেই এই ক্ষতিগ্রস্ত অংশটি রেল কর্তৃপক্ষের নজরে আসে। এই সময়ে ঢাকা থেকে রাজশাহীগামী আন্তঃনগর ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি প্রায় ৪৫ মিনিট দাঁড়িয়ে থাকে। পরে অস্থায়ীভাবে কিছুটা মেরামত করে পাটের বস্তা বেঁধে ঝুঁকি নিয়ে ট্রেনটি রেললাইন উপর দিয়ে পার করানো হয়।
জানা গেছে,গত কয়েক মাস ধরে ঈশ্বরদী-জয়দেবপুর রেললাইনের ভাঙ্গুড়া স্টেশনের পশ্চিম পাশে প্রায় ৫০০ ফুট রেললাইন সম্প্রসারণের কাজ চলছিল। এই কাজ চলার সময় রেল লাইনের একাংশ ভেঙে দেবে যায়। রেললাইনের নিচে মাটি সরে তৈরি হয় ফাঁকা জায়গা, যা ট্রেন চলাচলের জন্য অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে।

মঙ্গলবার সকালেই রেলকর্মীরা বিষয়টি নজরে আনেন এবং তাৎক্ষণিকভাবে লাল পতাকা দিয়ে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। এরপর সকাল সাড়ে ১০টার দিকে রেল লাইনে পাটের বস্তা বেঁধে ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি পার করা হয়। এ সময় অনেকেই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তারা পরিস্থিতি দেখে আতঙ্কিত হয়ে পড়েন।
রেল লাইনের মত একটি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনায় এতটা ঝুঁকি নিয়ে ট্রেন চলাচল করানোয় প্রশ্ন উঠেছে রেল কর্তৃপক্ষের দায়িত্বশীলতা নিয়ে।সামান্য সময় সাশ্রয়ের জন্য এত বড় একটি আন্তঃনগর ট্রেনকে এমন ভঙ্গুর লাইনে পার করানো ছিল বড় ধরনের এক দুর্ঘটনার ইঙ্গিত।

ভাঙ্গুড়া বড়াল ব্রীজ রেল স্টেশনের ইনচার্জ মোঃ শফিউল আলম বলেন, রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় কিছু সময় ট্রেন দাঁড়িয়ে ছিল। পরে কিছুটা রেললাইন মেরামত করে ট্রেন পার করা হয়।বর্তমানে স্থায়ী মেরামতের কাজ চলছে। ট্রেন চলাচল স্বাভাবিক আছে।
তবে স্থানীয়রা বলছেন, ক্ষতিগ্রস্ত লাইনে পাটের বস্তা ফেলে ট্রেন পার করানোর সিদ্ধান্ত ছিল অত্যন্ত অদূরদর্শী এবং প্রাণঘাতী ঝুঁকি বহনকারী। এমন ঘটনা ভবিষ্যতে বড় দুর্ঘটনার জন্ম দিতে পারে,যার দায় এড়ানোর সুযোগ থাকবে না।










