আজঃ বুধবার ১৬ জুলাই, ২০২৫

ভাঙ্গুড়ায় বিভিন্ন আয়োজনে জগন্নাথ দেবের  রথযাত্রা উৎসব।

পাবনা প্রতিনিধিঃ

পাবনার ভাঙ্গুড়ায় বিভিন্ন আয়োজনে শুরু  হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব।

বৃহস্পতিবার ( ২৭ জুন) সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্তু শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে ভাঙ্গুড়া কালীবাড়ি কেন্দ্রীয় মন্দিরে বিভিন্ন মাঙ্গলিক পুজাসহ বিভিন্ন আনুষ্ঠানিকতা শুরু হয়। রথ উদযাপন কমিটি পাথর ঘাটা বিশ্বাস অপর দিকে কেন্দ্রীয় কারিবাড়ি রথ দিনব্যাপী চলে হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, আরতি কীর্তন, পূজা অর্চনাসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে।

প্রতিবছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ রথযাত্রা শুরু হয়। ধর্মীয় মাঙ্গলিক কর্ম সম্পাদনের মধ্য দিয়ে সনাতনী ধর্মাবলম্বীরা এই জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন করে থাকেন।

সনাতন ধর্মাবলম্বীদের মতে, জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগত হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর, তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়, জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এই বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে প্রতিবছরই বর্ণাঢ্য আয়োজনে রথযাত্রার আয়োজন করে থাকেন সনাতন ধর্মাবলম্বীরা। এরই ধারাবাহিকতায় রথযাত্রা টি কালিবাড়ি কেন্দ্রীয় মন্দির থেকে ভাঙ্গুড়ার বিভিন্ন মেইন লাইন সড়ক প্রদক্ষিণ করে ভদ্রপাড়া কেন্দ্রীয় মন্দিরে এসে শেষ হয়।

রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি শ্রীঃ পরিমল কুমার সরকার ও সাধারণ সম্পাদক সাধন কুমার পাল বলেন, শান্তিপূর্ণভাবে শ্রী শ্রী জগন্নাথ দেবের যাত্রা শেষ হয়েছে। উল্টো রথযাত্রা পরবর্তী ৭ দিন পরে ৫ই জুলাই অনুষ্ঠিত হবে। ভাঙ্গুড়া উপজেলা প্রশাসন ও ভাঙ্গুড়া থানা রথযাত্রা উপলক্ষে ব্যাপক কর্মসূচি ও নিরাপত্তা গ্রহণ করেছেন।এ জন্য ভাঙ্গুড়া উপজেলা ও পৌরসভা প্রশাসন এবং ভাঙ্গুড়া থানা-পুলিশের সকল সদস্যদের অসংখ্য  ধন্যবাদ জানাই

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

পীরজাদা আল্লামা হাফেজ সৈয়দ মুসতানজিদ বিল্লাহ রব্বানী বদরপুরীর সৌজন্য সাক্ষাৎ

আমেরিকার নিউইয়র্কস্থ এম্পায়ার স্টেট প্লাজা কনভেনশন সেন্টারে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট’র সম্মানিত চেয়ারম্যান চট্টগ্রাম ফটিকছড়ি মাইজভান্ডার দরবার শরীফের গাউছিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.জি.আ.)’র সাথে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কস্থ ওজনপার্ক জামে মসজিদের খতীব, পটুয়াখালীস্থ ঐতিহ্যবাহী দাওয়াতুল ইসলাম বদরপুর দরবার শরীফের বড় শাহজাদা পীরে তরিকত্ব, আওলাদে অলি, প্রখ্যাত মোফাচ্ছের কোরআন, আল্লামা হাফেজ সৈয়দ মুসতানজিদ বিল্লাহ রব্বানী বদরপুরীর সৌজন্য সাক্ষাত হয়।

এসময় উপস্থিত ছিলেন আমেরিকার নিউইয়র্কস্থ কুইন্স, উডসাইডে অবস্থিত আহলুল বায়ত মিশন জামে মসজিদের খতীব আওলাদ-ই-রাসূল(দ.) মুফতি ডক্টর সাঈয়্যেদ মুতাওয়াক্কিল বিল্লাহ রব্বানী, বদরপুরী, সাথে আরো উপস্থিত ছিলেন শাইখ ক্বারী আহমদ বিন ইউসুফ আল আযহারী ও ড. কফিল উদ্দিন সরকার ছালেহী এবং ড. সৈয়দ এরশাদ আহমদ বোখারী, শায়খ সাইফুল আজম বাবর আযহারী, শায়খ ড. নূর মোহাম্মদ কাব্বানী নক্সাবন্দী, শায়েখ ড. ইসা নিনওয়াই, শায়খ ড. গোলাম রাসূল প্রমুখ।

মতবিনিময়কালে সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী (ম.জি.আ.) বলেন, রাসূল (দ.) এর জীবন ও আদর্শ অনুসরণের মাধ্যমে মানবকল্যাণে ভূমিকা রাখতে নিজ নিজ অবস্থান থেকে সকলকে এগিয়ে আসতে হবে এবং ইসলামের মৌলিক শিক্ষায় উজ্জ্বীবিত হয়ে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সংহতি বজায় রাখার জন্য সচেষ্ট হওয়া জরুরী। এতে ঐতিহ্যবাহী দাওয়াতুল ইসলাম বদরপুর দরবার শরীফের আশেক ভক্তগণ উপস্থিত ছিলেন। পরিশেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মুনাজাত করা হয়।

হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহঃ) ওরশ ও শোহাদায়ে কারবালা স্মরণে মিলাদ মাহফিল

গাউসিয়া কমিটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় পরিষদের ব্যবস্থাপনায় জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গাউসিয়া কমিটি বাংলাদেশ অসংখ্য খানকাহ্ মাদ্রাসা সহ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আওলাদে রাসূল, মুর্শিদে বরহক আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহঃ) এর ৩৩ তম সালানা ওরশ মোবারক ও পবিত্র শোহদায়ে কারবালা স্মরণে আজিমুশশান মিলাদ মাহফিল গত ৬ জুলাই রবিবার দুবাই রাশেদীয়াস্থ মুহাম্মদ আতাউর রহমান গ্যারেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

সংগঠনের কেন্দ্রীয়কমিটি সহ সভাপতি মুহাম্মদ আজম খান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয়কমিটি সহ সভাপতি, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মুহাম্মদ ফজলুল কবির চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ ওমর গণি এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ ফারুক বাহাদুর। এতে প্রধান ওয়ায়েজিন হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ধর্ম সম্পাদক মাওলানা মুহাম্মদ আবদুল গফুর নোমানী, বিশেষ অতিথি ছিলেন কেন্দীয় পরিষদের উপদেষ্ঠা মুহাম্মদ ইয়াসিন,সহ সভাপতি মুহাম্মদ মনসুর আলম,মুহাম্মদ আবু তৈয়্যব,যুগ্ম সম্পাদক মাওলানা মুহাম্মদ মোবারক আলী,মুহাম্মদ ইফতেখার উদ্দিন, সহ সাধারণ সম্পাদক হাজী মুহাম্মদ ইয়াকুব,মুহাম্মদ আবদুল কাদের, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আতাউর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিন,সহ অর্থ সম্পাদক মুহাম্মদ মুসা,

অনুষ্ঠানে বক্তারা বলেন আহলে বায়েতে রাসূল ইমাম হোসাইন রাঃ এর সর্বোচ্চ ত্যাগ তথা শোহাদায়ে কারবালার মাধ্যমেই ইসলাম নতুন জীবন লাভ করেছে এবং সেই ইসলামের খেদমত মসৃনভাবে সারা বিশ্বে এখনো ছালিয়ে যাচ্ছেন আহলে বায়েতের অন্যতম দিকপাল শাহেন শাহ সিরিকোট, আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ রহঃ এবং তাঁর বংশধররা,এরকম একটি সিলসিলার ধামান ধরতে পেরে আমরা গাউসিয়া কমিটির কর্মীরা বড়ই সৌভাগ্যবান।

মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা সেলিম উদ্দিন তৈয়্যবী,মাওলানা আবদুল করিম,এ এম এম মারুপ উল হক, মুহাম্মদ নুরুল আবছার,মুহাম্মদ নেজাম উদ্দিন, মুহাম্মদ হাসান মুরাদ, মুহাম্মদ শাহাজাহান শিকদার, মুহাম্মদ মঈনুদ্দিন, মুহাম্মদ আবদুল্লাহ আল রোমান প্রমূখ। পরে মিলাদ ক্বিয়াম এবং আখেরি মুনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ