
পাবনার ভাঙ্গুড়ায় বিভিন্ন আয়োজনে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব।
বৃহস্পতিবার ( ২৭ জুন) সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্তু শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে ভাঙ্গুড়া কালীবাড়ি কেন্দ্রীয় মন্দিরে বিভিন্ন মাঙ্গলিক পুজাসহ বিভিন্ন আনুষ্ঠানিকতা শুরু হয়। রথ উদযাপন কমিটি পাথর ঘাটা বিশ্বাস অপর দিকে কেন্দ্রীয় কারিবাড়ি রথ দিনব্যাপী চলে হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, আরতি কীর্তন, পূজা অর্চনাসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে।

প্রতিবছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ রথযাত্রা শুরু হয়। ধর্মীয় মাঙ্গলিক কর্ম সম্পাদনের মধ্য দিয়ে সনাতনী ধর্মাবলম্বীরা এই জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন করে থাকেন।
সনাতন ধর্মাবলম্বীদের মতে, জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগত হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর, তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়, জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এই বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে প্রতিবছরই বর্ণাঢ্য আয়োজনে রথযাত্রার আয়োজন করে থাকেন সনাতন ধর্মাবলম্বীরা। এরই ধারাবাহিকতায় রথযাত্রা টি কালিবাড়ি কেন্দ্রীয় মন্দির থেকে ভাঙ্গুড়ার বিভিন্ন মেইন লাইন সড়ক প্রদক্ষিণ করে ভদ্রপাড়া কেন্দ্রীয় মন্দিরে এসে শেষ হয়।

রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি শ্রীঃ পরিমল কুমার সরকার ও সাধারণ সম্পাদক সাধন কুমার পাল বলেন, শান্তিপূর্ণভাবে শ্রী শ্রী জগন্নাথ দেবের যাত্রা শেষ হয়েছে। উল্টো রথযাত্রা পরবর্তী ৭ দিন পরে ৫ই জুলাই অনুষ্ঠিত হবে। ভাঙ্গুড়া উপজেলা প্রশাসন ও ভাঙ্গুড়া থানা রথযাত্রা উপলক্ষে ব্যাপক কর্মসূচি ও নিরাপত্তা গ্রহণ করেছেন।এ জন্য ভাঙ্গুড়া উপজেলা ও পৌরসভা প্রশাসন এবং ভাঙ্গুড়া থানা-পুলিশের সকল সদস্যদের অসংখ্য ধন্যবাদ জানাই