
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোউৎসব পালিত হয়েছে।
শনিবার বিকালে শ্রী শ্রী জগন্নাথ মন্দির (ইসকনের) আয়োজনে এ মহোৎসব পালন করেন। উল্ট রথযাত্রা ইসকন কালিয়াকৈর কালী মন্দির থেকে বের হয়ে বাজার এলাকায় প্রদক্ষিন করে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক বাস ইস্তান চাপাইর ব্রীজ পাড় হয়ে শ্রী শ্রী জগন্নাথ মন্দির (ইসকনের) মিলিত হয়।

এ রথযাত্রা নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মাধ্যমে আনন্দ মুখর পরিবেশে দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা আয়োজন করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস জগন্নাথ হলেন জগতের নাথ ও অধীশ্বর। জগত হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছে ঈশ্বর। তাই রথ যাত্রার মধ্য দিয়ে জগতের সার্বিক কল্যাণ সাধন করা হয়। পাপমোচনের একমাত্র মুক্তিলাভ। জীব রূপে তাকে আর জন্ম নিতে হয় না, এ বিশ্বাস থেকেই রথযাত্রা উপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা শুরু করেন সনাতনী ধর্মাবলম্বীরা। এ রথযাত্রা উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের এই অনুষ্ঠানমালায় রয়েছে হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায়, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা ।
কালিয়াকৈর ইসকনের সভাপতি রাজিব সাহা ও সাধারণ সম্পাদক রিপন পালের সার্বিক তত্বাবধানে শোভাযাত্রা, পদাবলী কীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান, ওসি অপারেশন যোবায়ের, উপপরিদর্শক হারুন অর রশিদ, খায়রুল ইসলাম,ভৈরব সাহা, আশীষ কুমার রায়, পীযূষ সাহা, পলাশ পাল,বিদান সাহা । এছাড়া উপস্থিত ছিলেন দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার দর্শনার্থী ও পূজারীবৃন্দ।
