
শারদীয় দুর্গাপূজা উপলক্ষেশারদীয় দুর্গাপূজা উপলক্ষে
শঙ্কর মঠ বোয়ালখালী শঙ্কর মঠ ও মিশন বোয়ালখালী উপজেলা শাখার উদ্যোগে উপজেলার উত্তর জ্যৈাষ্ঠপুরা উদয়ন সংঘ ও পশ্চিম গোমদন্ডী মানব কল্যাণ সংঘ সংলগ্ন শ্রীশ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের আশ্রম প্রাঙ্গনে গরীব ও অসহায় মানুষের মাঝে পূজার উপহার হিসেবে বস্ত্র বিতরণ করা হয়েছে। সংগঠনের সহ-সভাপতি গৌতম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. মুনাল কান্তি শীলের সঞ্চালনায় অনুষ্ঠিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আর্শিবাদক হিসেবে উপস্থিত থেকে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন সীতাকুন্ডস্থ আন্তর্জাতিক শঙ্কর মঠ ও মিশনের অন্যতম সন্যাসী শ্রীমৎ জগদীশ্বরানন্দ ব্রহ্মচারী। অতিথি ছিলেন কেন্দ্রীয় শঙ্কর মঠের অন্যতম ভক্ত অবসরপ্রাপ্ত শিক্ষিকা মঞ্জু রানী শীল ও বোয়ালখালী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক রনজিত কুমার শীল। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে শঙ্কর মঠ ও মিশন বোয়ালখালী উপজেলার পক্ষে কর্মকর্তা-সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকৌশলী কাকন শীল, সুবল দাশ, ত্রিদীপ চৌধুরী, শিক্ষক সত্যপ্রিয় শীল, আশুতোষ চৌধুরী, শিক্ষক প্রকাশ শীল, শচীন্দ্র শীল, এডভোকেট শ্রীকান্ত চৌধুরী, টিপু দাশ, মিন্টু কুমার শীল, সঞ্জয় দাশ, অর্ক শীল, সুজন দাশ, গোপাল দাশ, সুমন দাশ প্রমূখ।














