
গাজীপুরের কালিয়াকৈরে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষের ঘটনায় ৫ জন আহত হয়েছে ।এর মধ্যে একজনের অবস্থা খুব গুরুতর। কালিয়াকৈর পৌরসভারস্থ
কালামপুর দক্ষিণপাড়া এলাকায় মুসলেমের বাড়ির সামনে এই ঘটনা ঘটে।
এই ঘটনায় আহত ব্যক্তিরা হলেন সোহান (২৫), তোফাজ্জল হোসেন (৩৫) কফিল উদ্দিন (৬৫) ছাদেকা বেগম (৫৫) ইছাম উদ্দিন (৪৫) শিল্পী বেগম (২৮) এই ঘটনায় মারাত্মকভাবে রক্তাক্ত জখম হয়েছেন সোহান। সে বর্তমানে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছে। অন্যন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে।
এই ঘটনায় সোহানের বাবা মোহাম্মদ আলী বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত ব্যক্তিরা হলেন, পারভেজ (২২), জহির (৫৮), আব্দুল মালেক (৫৫) আহাম্মদ আলী (৪৬) জাহাঙ্গীর (৩৮) জুয়েল (৩৫) রাকিব (৩৫) সহ অজ্ঞাত নামা ৫-৬ জন নাম উল্লেখ করা হয়েছে।

স্থানীয় এবং অভিযোগ সূত্রে জানা যায় ,কালামপুর দক্ষিণপাড়া এলাকায় জমি নিয়ে দীর্ঘদিন যাবত প্রতিপক্ষদের সাথে বিরোধ চলিয়া আসিতেছে এরই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে উক্ত জমি নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের তাকে নিয়ে উভয়পক্ষ নিয়ে সালিশি বৈঠক করা হয়। সেখানে অভিযুক্ত ব্যক্তিরা বিচার না মানিয়া বিভিন্ন প্রকার তালবাহানা করিয়া জমি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয় । এই সময় সোহান এর উপরে লোহার এস এস পাইপ দিয়ে অভিযুক্ত ব্যক্তিরা মাথা আঘাত করে রক্তাক্ত যখন করলে সোহান মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা আহত সোহানকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন এখন তার বর্তমান অবস্থা খুব আশঙ্কাজনক। ভুক্তভোগী পরিবারের সাথে কথা বললে তারা জানান আমাদের নিকটে থাকা নগদ ১৪,৭৫০ টাকা এবং প্রায় তিন লক্ষ টাকা সমপরিমাণ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ওই হামলাকারীরা।
৳৳পএই ঘটনায় অভিযুক্ত আব্দুল মালেক এর ছেলে জুয়েলের সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি বলেন, জমি সংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে সালিশি বৈঠকের পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আমার বাবা আব্দুল মালেক এবং পারভেজসহ ৫ জন গুরুতর ভাবে আহত হয়েছে। পরিবারের লোকজন সুস্থ করার পরে আমরা আইনের সহায়তা নেব।কালিয়াকৈর থানার কর্তব্যরত অফিসার এসআই আব্বাস আলী তালুকদার জানান এ বিষয়ে একটি অভিযোগ হয়েছে।














