আজঃ বৃহস্পতিবার ২৯ জানুয়ারি, ২০২৬

প্রবাসীদের স্বার্থ–উন্নয়নে আলহাজ্ব ইয়াকুব সুনিকের নতুন উদ্যোগ : চট্টগ্রামে সাংবাদিক–নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দুবাই প্রবাসীদের গর্ব, মানবিকতার ফেরিওয়ালা ও সফল উদ্যোক্তা আলহাজ্ব মোহাম্মদ ইয়াকুব সুনিক চট্টগ্রামে সাংবাদিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন। গত ২৮ নভেম্বর শুক্রবার চট্টগ্রামের সাম্পান রেস্টুরেন্ট ও পার্টি হাউসে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রবাসীদের কল্যাণে চলমান উদ্যোগ, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বাংলাদেশ–দুবাই সম্পর্ক আরও শক্তিশালী করার নানা দিক নিয়ে আলোচনা হয়।

আলহাজ্ব মোহাম্মদ ইয়াকুব সুনিক দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন সংগঠনে নেতৃত্ব দিয়ে আসছেন। তিনি বর্তমানে—চট্টগ্রাম উন্নয়ন পরিষদ (UAE)-এর প্রেসিডেন্ট, বাংলাদেশ এসোসিয়েশন দুবাইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন দুবাইয়ের সাধারণ সম্পাদক, ফিউচার হোমস রিয়েল এস্টেটের চেয়ারম্যান এবং কে বি এন সুপার মার্কেটের প্রতিষ্ঠাতা হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রবাসীদের সংকটে পাশে দাঁড়ানো, অসহায়দের সহায়তা, করোনাকালে অসংখ্য মানুষের পাশে দাঁড়ানো, দেশে স্কুল–মাদ্রাসা ও গরিব–দুঃস্থদের সহায়তায় তার অবদান প্রবাসী সমাজে তাকে বিশেষভাবে পরিচিত করেছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি, ৭১ টিভির ব্যুরো চীফ সাইফুল ইসলাম শিল্পী, এশিয়ান হেলথ কেয়ার গ্রুপের চেয়ারম্যান ড. লায়ন সালাহউদ্দিন আলী, চট্টগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক এজাজ মাহমুদ, আজকের বিজনেস বাংলাদেশের ব্যুরো চীফ জাহাঙ্গীর আলম, আব্দুল্লাহ, এনামুল হকসহ চট্টগ্রামের বিভিন্ন মিডিয়া প্রতিনিধি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সাইফুল ইসলাম শিল্পী ও জাহাঙ্গীর আলম।

সভায় আলহাজ্ব মোহাম্মদ ইয়াকুব সুনিক তার বক্তব্যে প্রবাসীদের প্রতি দায়বদ্ধতা ও মানবিক দায়িত্বকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা তুলে ধরেন। তিনি বলেন,
“চট্টগ্রাম আমার আত্মার শহর, বাংলাদেশ আমার প্রাণ, আর দুবাই আমাদের সংগ্রামের গল্প। প্রবাসীরা শুধু রেমিট্যান্স পাঠায় না—তারা তাদের ঘাম, পরিশ্রম আর স্বপ্ন পাঠায়। প্রবাসীদের নিরাপত্তা, সম্মান এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। মানুষ মানুষের জন্য—এই বিশ্বাস থেকেই আমি সবসময় প্রবাসীদের পাশে থাকার চেষ্টা করি।”

তিনি আরও বলেন,“বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক আরও সুদৃঢ় করতে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি। নতুন প্রজন্মের প্রবাসী উদ্যোক্তাদের সহায়তা, ব্যবসা সম্প্রসারণ, আইনি সহায়তা এবং স্বাস্থ্যসেবা—এসব বিষয়ে আমাদের উদ্যোগ অব্যাহত থাকবে। সাংবাদিকরা আমাদের পথ দেখান, তাই আপনাদের সহযোগিতা প্রবাসীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

জাহিদুল করিম কচি বলেন, প্রবাসীদের ত্যাগ দেশের উন্নয়নের প্রধান ভিত্তি—তাদের জন্য সাংবাদিক সমাজ সবসময় সহায়ক ভূমিকা রাখবে।

সভায় ‘এশিয়ান হেলথ কেয়ার গ্রুপ’-এর চেয়ারম্যান ড. সালাহউদ্দিন আলী জানান, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি শ্রমিক ও প্রবাসী কর্মীদের জন্য শিগগিরই ‘প্রবাসী স্বাস্থ্যসেবা’ নামে একটি মাল্টি-স্পেশালাইজড টেলিমেডিসিন অ্যাপ চালু হচ্ছে। অ্যাপটির মাধ্যমে প্রবাসীরা যেকোনো দেশ থেকে ভিডিও কলের মাধ্যমে বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিতে পারবেন। কম খরচে, দ্রুত ও নির্ভরযোগ্য এই সেবা প্রবাসীদের জন্য নতুন দিগন্ত খুলে দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।


মতবিনিময় সভায় উপস্থিত অতিথিরা প্রবাসীদের দেশপ্রেম, মানবিক ভূমিকা এবং দেশের অর্থনীতিতে তাদের অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, আলহাজ্ব মোহাম্মদ ইয়াকুব সুনিকের মতো প্রবাসী নেতৃবৃন্দের নিরলস কাজ দেশের ভাবমূর্তি ও প্রবাসীদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সার্বিকভাবে, চট্টগ্রামের এই মতবিনিময় সভা প্রবাসী সমাজের উন্নয়ন, মানবিক সেবা, স্বাস্থ্যসেবা ব্যবস্থার সম্প্রসারণ এবং বাংলাদেশ–দুবাই সম্পর্ক আরও অগ্রসর করার এক কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিবিজড়িত ওয়ার সেমেট্রি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন চট্টগ্রাম মহানগরের দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিবিজড়িত ওয়ার সেমেট্রি পরিদর্শন করেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত এ পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়। পরিদর্শনকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ সেনাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে ওয়ার সেমেট্রির ঐতিহাসিক গুরুত্ব, সংরক্ষণ ব্যবস্থা, নান্দনিক পরিবেশ এবং পরিবেশগত দিক নিয়ে আলোচনা হয়। এ সময় রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন চট্টগ্রাম নগরের উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, স্বাস্থ্যসেবা ও নাগরিক সেবাখাতে ভবিষ্যতে সহযোগিতার সম্ভাবনার কথাও উল্লেখ করেন বলে জানা যায়।

বোয়ালখালীতে অবৈধ ব্রিজ নির্মাণ বন্ধ করলেন ইউএনও।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম কসকবাজার আরকান সড়কের বোয়ালখালীর গোমদণ্ডী ফুলতলার দক্ষিণ পাশে রায়খালী খালের ওপর অবৈধভাবে একটি পাকা ব্রিজ নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। স্থানীয় সূত্রে জানা যায়, খালের ওপর অনুমোদনহীনভাবে ব্রিজটি নির্মাণ করা হলে বর্ষা মৌসুমে খালের স্বাভাবিক পানি প্রবাহে মারাত্মক প্রতিবন্ধকতার ও ভয়াবহ বন্যা সহ জলাবদ্ধতার ঝুঁকি দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে একই সাথে চাষবাদ ব্যাপক ক্ষতির ঝুঁকি মধ্যে রয়েছে ।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) অবৈধ ব্রিজ নির্মাণের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করা হলে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে এবং উপজেলা প্রশাসনের নজরে আসে। এরই পরিপ্রেক্ষিতে রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা ঘটনাস্থলে সরেজমিনে পরিদর্শনে করেন ।

পরিদর্শনকালে তারা খালের ওপর অবৈধভাবে ব্রিজ নির্মাণের সত্যতা পান। এ সময় খালের স্বাভাবিক পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে নির্মাণকাজের অপচেষ্টা পরিলক্ষিত হওয়ায় সংশ্লিষ্টদের নিজ দায়িত্বে সোমবারের মধ্যে নির্মাণাধীন ব্রিজটি অপসারণ বা ভেঙে ফেলার নির্দেশ দেন প্রশাসন ।


এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক জানান, নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা প্রতিপালন না করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রযোজ্য আইন অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, জনস্বার্থ রক্ষা ও জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।

আলোচিত খবর

ইউরোপীয় ইউনিয়ন এবং ভারত মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

অনেক জল্পনা – কল্পনার অবসান ঘটিয়ে প্রায় দুই দশক ধরে ব্যাপক আলোচনার পরে ইউরোপীয় ইউনিয়ন এবং ভারত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে। ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত হল যখন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা- বাণিজ্যে সম্পর্কের টানাপড়েন চলছে। এই চুক্তির মধ্যদিয়ে ইউরোপের ২৭টি দেশের সঙ্গে জনসংখ্যার বিচারে বিশ্বের বৃহত্তম দেশ ভারতের পণ্যের মুক্ত বাণিজ্য চলবে। ভারত এবং ইইউ সম্মিলিতভাবে বিশ্বের ২৫ শতাংশ মোট দেশজ উৎপাদন তাদের দখলে রেখেছে। দু’পক্ষের কাছে আছে দুশো কোটি ক্রেতার এক অতি বৃহৎ বাজার।

ইউরোপীয় পার্লামেন্ট এবং ইইউ-র সদস্য দেশগুলি এই চুক্তিতে মান্যতা দিলে তারপরেই এবছরেরই পরের দিকে চুক্তি সই হতে পারে।এই চুক্তি বাস্তবায়িত হলে বিভিন্ন পণ্য ও পরিষেবায় বিপুল অঙ্কের শুল্ক কম হবে, আবার সামরিক ক্ষেত্রেও ভারত আর ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট এন্তোনিয়ো লুই সান্তোস দ্য কোস্টা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লেয়ন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দিল্লিতে এক শীর্ষ বৈঠকে মিলিত হন।ভারতের প্রধানমন্ত্রী বলেন – আজ ভারতের ইতিহাসে বৃহত্তম মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে। আজ ২৭ তারিখ আর এটা অত্যন্ত আনন্দের সংবাদ যে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের সঙ্গে ভারত এই মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করল।
সংগৃহীত –

আরও পড়ুন

সর্বশেষ