
সিরাজগঞ্জের উল্লাপাড়া ডিগ্রী কলেজের প্রথমবর্ষ ও দ্বিতীয়বর্ষের মাঝে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ খেলার শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেছেন অত্র কলেজের পরিচালনা কমিটির বিদ্যুৎসাহী সদস্য ও পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম ভূঁইয়া। সোমবার ১ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে বেলা ১২ টার দিকে কলেজ মাঠে বাৎসরিক শীতকালীন এ খেলায় দ্বিতীয়বর্ষ প্রথমবর্ষ কে ৩-০ গোলে হারিয়ে দ্বিতীয়বর্ষ বিজয়ের গৌরব অর্জন করেছে। এ খেলায় কলেজের শিক্ষার্থীরা সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে খেলাটি মনোমুগ্ধকর পরিবেশে উপভোগ করেছে।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন অত্র কলেজের অধ্যক্ষ মোঃ আবু জাফর। এ খেলায় ধারাভাষ্যে দিয়েছেন সহকরী অধ্যাপক মোঃ আব্দুস সালাম, আব্দুল মজিদ আকন্দ ও আলী আজাদ। আরো উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মোঃ আমিরুল ইসলাম, মোঃ আব্দুর রউফ সিকদার, মোঃ গোলাম মর্তুজা, মোছাঃ মাহবুবা ইসলাম, মোছাঃ মার্জিনা আক্তার, রমা রানী দাস, মোঃ লুৎফর বারী। প্রভাষকদের মাঝে উপস্থিত ছিলেন মোঃ মনিরুল ইসলাম, মোঃ আব্দুল আলিম, আঞ্জুমনোরা, তাসলিমা আক্তার, মোঃ জাকির হোসেন, লাকী পারভীন এবং মোঃ ফজলুল করিম,মোঃ আব্দুল হালিম, বিকাশ চন্দ্র, আলমগীর হোসেন সহ আরো অনেকে।












