
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার জোহরা মইউদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয় এবং সিমকী খান বাগিচা জামে মসজিদের আয়োজনে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার তিন ডিসেম্বর বাদ জোহর নামাজ শেষে মসজিদের মুসল্লিদের সাথে রেখে মসজিদের ইমাম মাওঃ মোঃ জুলফিকার রহমান মুসুল্লিদের নিয়ে দোয়া করেন ও সকলের কাছে দোয়া চেয়েছেন যাতে করে মহান আল্লাহ তায়ালা দেশ ও নেত্রী বেগম খালেদা জিয়া কে দ্রুত সুস্থ করেন।
এ দিন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল শেষে জোহরা মইউদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসমাইল হোসেন অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক,শিক্ষিকা ও শিক্ষার্থীদের নিয়ে দোয়া ও মিলাদ মাহফিলে শরীক হয়েছিলেন। এতে দোয়া খায়ের পরিচালনা করেছেন অত্র প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক মোঃ শামসুল হক।

দেশ নেএী বেগম খালেদা জিয়া এমন একজন নেত্রী,যার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে সবাই নামাজ পড়ে যার যার অবস্থান থেকে তার সুস্থতার জন্য দোয়া করেছেন। মহান রাব্বুল আলামিন যেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশ ও নেত্রী বেগম খালেদা জিয়াকে অতি দ্রুত সুস্থ করে দেন এবং মহান আল্লাহ তায়ালা তাকে সুস্থতা দান করলে তিনি আবার ভালবাসার সকল মানুষের কাছে ফিরে আসবেন।






র






