এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তিনজন নির্মাণ শ্রমিক আহত হয়েছেন।পাঁচলাইশ থানাধীন হামজারবাগ এলাকায় এ ঘটনায় আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- চান্দগাঁও থানার বদ্দারহাট বাড়ির আব্দুল মান্নানের পুত্র মোহাম্মদ কামাল, কালামের পুত্র মোহাম্মদ সজিব ও মোহাম্মদ ইউসুফের পুত্র মোহাম্মদ হাসনাইন।

এ বিষয়ে আহতদের হাসপাতালে আনয়নকারী ঠিকাদার মঞ্জুর জানান, এটি পরিকল্পিতভাবে চাঁদা আদায়ের জন্য সন্ত্রাসী হামলা। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল আনুমানিক ১১টা ৫ মিনিটে হামজারবাগ এলাকায় মোহাম্মদ ইউনুসের মালিকানাধীন নির্মাণাধীন ভবন ‘হোসাইন টাওয়ারে’ ৮ থেকে ১০ জন অজ্ঞাত ব্যক্তি চাঁদার দাবি নিয়ে উপস্থিত হয়। ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দুর্বৃত্তরা ক্ষিপ্ত হয়ে নির্মাণকাজে নিয়োজিত তিন শ্রমিককে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে সহকর্মীরা আহতদের উদ্ধার করে দ্রুত চমেক হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করান। চিকিৎসকদের ভাষ্যমতে, আহতদের অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।

ঘনটার সত্যতা নিশ্চিত করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল করিম বলেন, আমাদের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।










