আজঃ বৃহস্পতিবার ১২ জুন, ২০২৫

আইসিসির লাভের সিংহভাগই ভারতের পকেটে

বিশ্বকাপের আয়োজনের আগে বড় ধরণের সুসংবাদ পাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আইসিসির মোট লভ্যাংশের ৩৮ দশমিক ৫ শতাংশ বুঝে পাচ্ছে তারা। আগামী সপ্তাহে দক্ষিণ আফ্রিকার ডারবানে আইসিসির বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবার কথা রয়েছে। বেশ আগে থেকেই এই বিষয়ে সমালোচনা হলেও নিজেদের সিদ্ধান্ত বদলাচ্ছে না ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।  

আইসিসির লভ্যাংশ বন্টনের এই হিসেবে ভারত পাবে প্রায় ২ হাজার ৪৫০ কোটি টাকারও বেশি। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড পাবেন ৬ দশমিক ৮৯ শতাংশ, অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের কাছে যাবে ৬ দশমিক ২৫ শতাংশ। বন্টনের হিসেবে বাংলাদেশ পাবে ৪ দশমিক ৪৬ শতাংশ!

তবে অন্যান্য বোর্ডের সাথে ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন বিস্তর ব্যবধানের কারণও ব্যাখ্যা করেছে আইসিসি। সংস্থাটির ভাষ্য, এই বন্টনের ক্ষেত্রে কাউকেই বাড়তি সুবিধা দেয়া হচ্ছেনা। অনেকগুলো বিষয়কে কেন্দ্র করেই বেশি ভাগ পাচ্ছে ভারত। 

সংবাদ সংস্থা পিটিআইকে আইসিসির এক প্রতিনিধি জানান, কোন দেশের ক্রিকেট বোর্ড কত টাকা পাবে তা নির্ভর করে তিনটি বিষয়ের উপর। ১) আইসিসি র‍্যাঙ্কিংয়ে দেশের অবস্থান। ২) আইসিসি প্রতিযোগিতায় সেই দেশের ফলাফল। ৩) সম্প্রচার ও বিজ্ঞাপন থেকে সেই দেশ কত টাকা আয় করছে। 

মূলত ভারতে ক্রিকেটের জনপ্রিয়তা এবং বড় ধরণের স্পন্সরশিপের কারণে অন্য যেকোন বোর্ডের তুলনায় লভ্যাংশের ভাগ বেশি পাচ্ছে দেশটি। আইসিসির ভাষ্য,  এবছর অন্য সব দেশের ক্রিকেট বোর্ডও আগের চেয়ে বেশি অর্থ পাবে। 

ডারবানে আইসিসির এবারের বৈঠকের মূল বিষয়, সংস্থার আর্থিক লভ্যাংশের বিতরণ। বৈঠকে ভারতের পক্ষ থেকে যোগ দেবেন বিসিসিআই সচিব জয় শাহ। থাকবেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের অন্তর্বর্তী চেয়ারম্যান জাকা আশরাফও। শুরু থেকেই যিনি ভারতের এমন লভ্যাংশ প্রাপ্তি নিয়ে সমালোচনা করে আসছিলেন। 

পাকিস্তান ছাড়াও আইসিসির এমন লভ্যাংশ বিতরণের সমালোচনা করেছে সহযোগী দেশগুলো। তাদের মতে একটি দেশের এত বড় অংশ নিতে নেয়ার কারণে বাকি দেশগুলো ক্ষতিগ্রস্থ হবে। বর্তমান কাঠামো অনুযায়ী, মোট লাভের ৮৮ দশমিক ৮১ শতাংশ পাবে ১২ টি পূর্ণ সদস্য। বাকি ১১ দশমিক ১৯ শতাংশ পাবে ৮২ টি সহযোগী দেশ। 

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বোয়ালখালীতে প্রীতি ফুটবল ম্যাচে উত্তর সারোয়াতলী জুনিয়র একাদশ চ্যাম্পিয়ন।

চট্টগ্রামের বোয়ালখালীতে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে উত্তর সারোয়াতলী সিনিয়র একাদশ বনাম জুনিয়র একাদশের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচে জুনিয়র একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।

বুধবার (১১ জুন) বিকেলে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯নং ওয়ার্ড উত্তর সারোয়াতলীতে অবস্থিত বোয়ালখালী স্পোর্টস জোনে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন বোয়ালখালী প্রেস ক্লাবের সদস্য, সাংবাদিক বাবর মুনাফ।

বিশেষ অতিথি ছিলেন মো. কামাল উদ্দিন, প্রবাসী মো. হাসান মুরাদ। খেলায় ১-০ গোলে উত্তর সারোয়াতলী সিনিয়র একাদশ কে হারিয়ে জুনিয়র একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলা বিজয়ী ও বিজিতদের কাপ ও মেডেল পরিয়ে দেন প্রধান অতিথি।

সিনিয়র একাদশের খেলোয়াড়রা হলেন- আলাউদ্দিন, নিহাদ, আসিফ, ইফতি, রাজু, মুরাদ, সাব্বির ও আবদুল্লাহ।
জুনিয়র একাদশের খেলোয়াড়রা হলেন- জিহাদ, রাকিব, নাফিজ, সিদ্দিক, জিসান, বাবু, আলম ও মিনহাজ।

রাণীশংকৈলে  ফুটবল টুর্নামেন্টের শুভ  উদ্বোধন।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও পীরগঞ্জের মধ্যবর্তী স্থানে গোগর পটুয়াপারায়  হাজী আব্দুল মজিদ ফাউন্ডেশনের আয়োজনে ২৩ মে শুক্রবার গোগর কাশিবাড়ি মাঠে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল  আমিন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন ঠাকুরগাঁও ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাজী আব্দুল মজিদ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক ও সুপ্রিম কোর্টের আইনজীবী  ব্যারিস্টার মোহাম্মদ রোকনুজ্জামান (রোকন) , পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়া,
রানীশংকৈল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি তাজুল ইসলাম,ভোমরাদহ ইউনিয়ন চেয়ারম্যান খলিলুর রহমান খলিল ,খেলোয়াড়, ক্রিড়া মোদী দর্শক, সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দরা ।

এসময় বক্তারা মাদক ছেড়ে খেলাধুলা এবং সামাজিক কর্মকাণ্ডে মনোযোগ দেওয়ার জন্য যুবসমাজকে উদ্বুদ্ধ করার জন্য এধরনের আয়োজন করার আহ্বান জানান। 

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ