আজঃ বুধবার ১২ মার্চ, ২০২৫

নভেম্বর ৫, ২০২৪

কালিয়াকৈর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা গাজীপুরের কালিয়াকৈর উপজেলার। আটাবহ ইউনিয়ন বলিয়াদি নাওলা এলাকায় আশিক নগর পার্কের সোমবার বিকেলে ঐতিহাসিক ৭নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে উপজেলা বিএনপির ও পৌর বিএনপির আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতি সভায় সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শাজাহান সিরাজ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সহ-সম্পাদক জনাব হুমায়ুন কবির খান, গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, আফাজউদ্দিন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জলিলুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি হযরত আলী মিলন, জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক কিরণ মাহমুদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজভী আহমেদ দুলাল, পৌর বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেনসহ বিএনপির অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।