এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন


সদরঘাট থানাধীন পূর্ব মাদারবাড়ীস্থ ২য় তলার নিজ বাসার দরজার হুক (হেসবল) ভেঙে স্বর্ণালংকার, ল্যাপটপ, ব্লুটুথ স্পিকার, সায়েন্টিফিক ক্যালকুলেটর ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে বাদীর অভিযোগের ভিত্তিতে সিএমপি সদরঘাট থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।
মামলার প্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তা এসআই অর্ণব বড়ুয়া ফোর্সসহ নগরীর ডবলমুরিং মডেল থানাধীন আগ্রাবাদ ডেবারপাড় এলাকায় অভিযান পরিচালনা করে ফরহাদ হোসেন রুবেল (৩৫)-কে আটক করেন। গ্রেফতার পরবর্তী জিজ্ঞাসাবাদে সে বর্ণিত মামলায় চুরির কথা স্বীকার করে। ধৃত ফরহাদ হোসেন রুবেলের দেওয়া তথ্য মতে নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ ডেবার উত্তর পাড়স্থ জসিমের ভাড়া বাসা অর্থাৎ ধৃত ফরহাদ হোসেন রুবেলের ভাড়াঘর থেকে প্রিমিয়ার ইউনিভার্সিটি লেখা ১টি কলেজ ব্যাগ। Acer কোম্পানির কালো রঙের ১টি ল্যাপটপ।, ২টি হ্যাভিট ব্যান্ডের কালো রঙের গোলাকার ছোট ব্লুটুথ স্পিকার। ২টি কালো রঙের ক্যাসিও ব্রান্ডের সাইন্টিফিক ক্যালকুলেটর,১টি চকলেট রঙের মানিব্যাগ, যার মধ্যে ৫০০ টাকার নোট ২টি, ১০০০ টাকার নোট ২টি সর্বমোট-৩ হাজার-টাকাএবং ভাংতি ১ হাজার ৭ শত টাকা জব্দ করা হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত ফরহাদ হোসেন রুবেলের দেয়া তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে সিএমপির ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ দামুয়া পুকুরপাড় (আজুশাহ মাজার মোড়) দি নিউ রাজ জুয়েলার্স নামক দোকান থেকে বিধান ধর সঞ্জীব (৪৮)-কে গ্রেফতার করেন। এসময় তার হেফাজত থেকে বাদীর চুরি যাওয়া ১টি স্বর্ণের চেইন ও একজোড়া স্বর্ণের কানের দুল উদ্ধারপূর্বক জব্দ করা হয়।











