আজঃ বৃহস্পতিবার ১৩ মার্চ, ২০২৫

সামাজিক অবক্ষয় ও অপসংস্কৃতির আগ্রাসন থেকে যুব সমাজকে করতে খেলাধুলায় আনতে হবে

প্রেস রিলিজ

পাহাড়তলী হাজী ক্যাম্প একাদশ ও ভলুয়ার দীঘি সমাজের উদ্যোগে ১ম বারের মত উন্মুক্ত ফুটবল টুর্নামেন্ট ২০২৪ জমকালো আয়োজনে হাজী ক্যাম্প মাঠ উদ্বাধন করা হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর যুবদলর সভাপতি মাোশাররফ হোসেন দীপ্তি। এসময় তিনি বলন, তরুণ ও যুব সমাজকে সামাজিক অবক্ষয়, অপসংস্কৃিতিক আগ্রাসন ও মাদকের হাত থেকে খেলাধুলার কোন বিকল্প নই। বর্তমানে ছেলে-মেয়েরা ডিজিটাল পথে আসক্ত হয় মারাত্মক ক্ষতি , মাদককে না বলতে হবে। সমাজকে ৃাদকৃ মাদক মুক্ত করতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কান বিকল্প নই। হাজী ক্যাম্প একাদশের সভাপতি মা. আলী রাজার সভাপতিত্ব উদ্বাধনী অনুষ্ঠান প্রধান অতিথি ছিলন চট্টগ্রাম মহানগর বিএনপির সহ সভাপতি শামসুল আলম কমিশনার, বিশষ অতিথি ছিলন মহানগর যুবদলর সহ-সভাপতি নুর আহমদ গুড্ডু, ফজলুল হক সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মাসুম, খুলশী থানা যুবদলর আহায়ক মা. হলাল হাসন, মাহাম্মদ জাকারিয়া, নগর যুবদলর দপ্তর সম্পাদক মুহাম্মাদ সাগির, নগর ¯^ছাসবক দলর যুগ্ম সম্পাদক জহিরুল হক টুটুল, নগর যুবদলর সহ সাংগঠনিক সম্পাদক মনায়ার হাসন মানিক, পাহাড়তলী থানা যুবদলর সদস্য সচিব শওকত খান রাজু, থানা ¯^ছাসবক দলর আহবায়ক আনিসুজ্জামান টুটুল, পাহাড়তলী বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি সাবির আহমদ সও. থানা যুবদলর যুগ্ম আহায়ক মাবারক মিয়া, ১২ নং সরাইপাড়া ওয়ার্ড যুবদলর সদস্য সচিব রাসল খান, ভলুয়ার দীঘি সমাজর সভাপতি আবু বক্কর সিদ্দিক, সি. সহ সভাপতি মা. আসাদ, সহ সভাপতি শামসুল আলম, হাজী ক্যাম্প একাদশর সাধারণ সম্পাদক ফারুক খান, সি. সহ সভাপতি হারুন বগ, সহ সভাপতি ইসমাইল হাসন, শাহ আলম সালক, সাংগঠনিক সম্পাদক মা. রিয়াজ, যুগ্ম সম্পাদক সালাউদ্দিন মুন্সী, অর্থ সম্পাদক আলী জাকর রাজু, দপ্তর সম্পাদক আবু রায়হান, নুরুল আলম, ক্রীড়া সম্পাদক ওয়াসিম আকরাম জিকু, ইমাদ ওয়াসিম, মিনহাজুল আবদীন আফ্রিদি, পাহাড়তলী থানা যুবদলর যুগ্ম আহবায়ক আনায়ার হাসন, দলায়ার হাসন ফরহাদ, মাহাম্মদ আজীমসহ প্রমুখ নতবদ উপ¯িত ছিলন। উদ্বাধনী খলায় উতালা সংঘ ২-০ উইল্ড ব্রাসক পরাজিত কর। উক্ত টুর্নামট মাট ২৪টি দল অংশগ্রহণ করছ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক ওমরা হাজীর কাছ থেকে ৫০ লাখ টাকার স্বর্ণের চালান জব্দ করেছে নিরাপত্তা সংস্থার সদস্যরা। বুধবার সকাল ৯টা ৩৫ মিনিটে গোপন খবরের ভিত্তিতে এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম অভিযান চালিয়ে স্বর্ণগুলো উদ্ধার করে।

বিমান বন্দর সূত্র জানায়, শাহিন আল মামুন নামে এক যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ইএ-১৩৬ ফ্লাইটে জেদ্দা থেকে সকাল ৮টা ৩৬ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান। কাস্টমস গ্রীন চ্যানেল অতিক্রম করে আন্তর্জাতিক রুটে ৩ নম্বর গেট দিয়ে বের হওয়ার সময় তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হাতব্যাগ ও প্যান্টের পকেট থেকে ৪০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। শাহিন আল মামুন নামে ওই যাত্রী ওমরাহ হজ শেষে দেশে ফিরছিলেন।উদ্ধারকৃত স্বর্ণালংকার বাজারমূল্য ৫০ লাখ ৭০ দুইশত টাকা।
এ বিষয়ে কাস্টমস ও নিরাপত্তা সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আটক যাত্রী স্বর্ণালংকারগুলো অবৈধভাবে বহন করছিলেন এবং শুল্ক ফাঁকি দেওয়ার উদ্দেশ্যেই এসব স্বর্ণ আনতে চেয়েছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

পাহাড় কেটে ভবন নির্মাণ : খুলশী ক্লাবকে ৪৮ লাখ টাকা জরিমানা।

চট্টগ্রাম নগরের খুলশীর ফয়েজ লেক এলাকায় পাহাড় কেটে ভবন নির্মাণের দায়ে খুলশী ক্লাব কর্তৃপক্ষকে ৪৮ লাখ ৭৫ হাজার টাকা ক্ষতিপূরণ আরোপ করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক (চলতি দায়িত্ব) সোনিয়া সুলতানা এ ক্ষতিপূরণ আরোপ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন একই দপ্তরের পরিদর্শক রুম্পা শিকদার। তিনি জানান, খুলশী থানাধীন ফয়েজ লেক এলাকায় খুলশী ক্লাব সংলগ্ন পাহাড় কেটে ভবন নির্মাণের দায়ে ৪৮ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গত ৯ মার্চ দপ্তরের সিনিয়র কেমিস্ট রুবাইয়াত তাহরীম সৌরভ, পরিদর্শক রুম্পা শিকদার, মো. সাখাওয়াত হোসাইন, মনির হোসেনসহ এনফোর্সমেন্ট টিম পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।
পরিদর্শনকালে তারা দেখতে পান খুলশী ক্লাব সংলগ্ন পাহাড়টি ঝুঁকিপূর্ণভাবে কাটা হয়েছে। খুলসী ক্লাব কর্তৃপক্ষ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, পাহাড় কেটে তারা ক্লাবের সীমানার ভিতরে অবকাঠামো উন্নয়ন কাজ

পরিচালনা করছিলেন। জানা যায় ওই ভূমিটির শ্রেণি পাহাড় ও টিলা। গত ১১ মার্চ পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত শুনানিতে বলা হয়, ৪৮ হাজার ৭৫০ ঘনফুট পাহাড় সরকারের অনুমতি ছাড়া কেটে পরিবেশের ক্ষতিসাধন করা হয়েছে। যা পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুসারে দণ্ডনীয় অপরাধ। ওই আইনের ৬ এর খ ধারা অনুসারে ৪৮ লাখ ৭৫ হাজার টাকা ক্ষতিপূরণ আরোপ করা হলো।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ