
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া আজগরিয়া ফাজিল মাদ্রাসা’র ৭০ বছর পুর্তিতে সাবেক শিক্ষার্থীদের মিলন মেলা নামে একটি অনুষ্ঠান করতে যাচ্ছে। সাবেক শিক্ষার্থী মিলনমেলা-২০২৫ বাস্তবায়নের লক্ষে ২৮ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার (৮ফেব্রুয়ারী) সকালে চিওড়া আজগরিয়া ফাজিল মাদ্রাসায় সাবেক ছাত্র ফোরাম এর উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় এ কমিটি গঠন করা হয়।
এতে মাদ্রাসা’র ভারপ্রাপ্ত প্রিন্সিপাল অধ্যাপক মো: সোলায়মান ও ভাইস প্রিন্সিপাল মাওলানা সাঈদ আহমদ উপস্থিত ছিলেন। সকলের সর্বসম্মতিক্রমে ২৮ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহবায়ক হলেন : অধ্যক্ষ মাওলানা নুরুল আলম ফারুকী(দাখিল ১৯৮০ ব্যাচ) ও সদস্য সচিব মোহাম্মাদ আল-আমীন রাসেল(দাখিল ২০০২ ব্যাচ)।

উল্লেখ্য; আগামী ৯জুন সোমবার সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে ৭০বছর পুর্তিতে সাবেক শিক্ষার্থী মিলনমেলা-২০২৫ অনুষ্ঠিত হবে।