চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ৬ নম্বর ওয়ার্ডের ডোয়ার আলী সিকদার পাড়ায় সামাজিক উন্নয়ন, শিক্ষা বিস্তার, মাদক ও বেকারত্ব দূরীকরণ, এলাকার দরিদ্র পরিবারকে সহায়তা প্রদান, স্বাস্থ্যসেবা, সচেতনতা বৃদ্ধি ও ভবিষ্যতে মানবিক কার্যক্রম সহ নানান ধরনের সামাজিক উন্নয়নমূলক পরিকল্পনা নিয়ে গঠিত হয়েছে “সমাজ কল্যাণ পরিষদ” নামে একটি সামাজিক ও অরাজনৈতিক সংগঠন।
এসংগঠনটি গঠন করার লক্ষ্যে এলাকাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে জন্য এক বছরের জন্য ৯ সদস্য বিশিষ্ট একটি (অস্থায়ী) পরিচালনা পরিষদ গঠন করা হয়।

২০২৫-২৬ অর্থ বছরের জন্য ঘোষিত পরিচালনা পরিষদে বিশিষ্ট সমাজসেবক মুহাম্মদ আলমগীরকে পরিচালক এবং মুহাম্মদ দেলোয়ার হোসাইনকে সহ-পরিচালক মনোনীত করা হয়।
এছাড়াও তরুণ সমাজসেবক মো: আইয়ুব আলী,
মো: শওকত, মো: রিয়াজ উদ্দিন, মো: খানে আলম,
মো: নাজিম উদ্দিন মো: জাহেদুল ইসলাম ও
মো: জুনাইদকে সদস্য হিসেবে মনোনীত করা হয়।

একইসাথে সমাজ কল্যাণ পরিষদের একটি (অস্থায়ী) উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। এতে উপস্থিত সর্বসম্মতিক্রমে মো: আবুল কাশেম, মো: সরওয়ার কামাল, মোহাম্মদ ইব্রাহিম, মো: কামাল হোসেন, প্রবাসী সেলিম উদ্দিন, মুহাম্মদ শাহজাহান ও মুহাম্মদ এনামকে উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়।
নবগঠিত সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা, প্রবাসী সেলিম উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে আমাদের সমাজটা এক ধরনের অযত্নে অবহেলায় ছিল। দীর্ঘদিন পর হলেও এলাকার সর্বস্থরের মানুষ এক জায়গায় বসে সমাজকে এগিয়ে নিতে সামাজিক ও অরাজনৈতিক ভাবে “সমাজ কল্যাণ পরিষদ” নামে সংগঠনটি গঠন করেছেন তার জন্য এলাকাবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
তিনি আরো বলেন বর্তমানে তরুণদের হাতে দেশ।
আগামীতে এ দেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তরুণ ও যুবকেরা। তাই আগামীতে এই সংগঠনের উদ্যোগে আমাদের সমাজ থেকে মাদক ও বেকারত্ব দূরীকরণ এবং এলাকার দরিদ্র পরিবারের মেয়ের বিয়েতে সহায়তা প্রদান, গরীব পরিবারের মেধাবী শিক্ষার্থীদের সহায়তা প্রদান, সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে একটি নূরানী মাদ্রাসা চালু করা হবে, সড়কে লাইটিং ব্যবস্থা ও সিসি ক্যামেরা স্থাপন সহ নানান ধরনের সামাজিক উন্নয়নমূলক পরিকল্পনা হাতে নেওয়া হবে ইনশাআল্লাহ।













