এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বহুল আলোচিত নারী ইউপি সদস্য পিয়ারা খাতুন হত্যা মামলার প্রধান আসামি আব্দুল আলিম (৪০) – কে গ্রেফতার করেছে র্যাব। সলংগা থানার হরিণচড়া বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। র্যাব সূত্রে জানা যায়, গত ২৮ নভেম্বর সকাল ৮ টার দিকে পশ্চিম দুয়ারী গ্রামের নিজ শয়নকক্ষ থেকে পিয়ারা খাতুনের মরদেহ উদ্ধার করেছিলো স্থানীয়রা। ঘটনার পরপরই নিহতের স্বামী আব্দুল আলিম ও তার পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিলো। এ ঘটনায় নিহতের বাবা মোঃ হানিফ সরকার বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন। মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছিলো র্যাব-১২। অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জের দিকনির্দেশনায় সদর কোম্পানির একটি চৌখস দল হরিণচড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে পিয়ারা খাতুন হত্যা মামলার প্রধান আসামি আব্দুল আলিমকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তিনি রতনকান্দি উত্তরপাড়ার মৃত আব্দুল জববারের ছেলে।

গ্রেফতারের পর আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাহজাদপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাব-১২ সদর কোম্পানির কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপক ঘোষ। এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আসলাম আলী পিপিএম বলেছেন র্যাব-১২ এর সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়েছে। এই বিষয়ে শাহজাদপুর থানার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান বলেছেন আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে কোথায় প্রেরণ করা হবে।











