এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বোরহানউদ্দিন উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পোস্টাল ব্যালটে ভোট প্রদান প্রক্রিয়া সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।২৪ ডিসেম্বর বোরহানউদ্দিন উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মনোরঞ্জন বর্মন।

তিনি বলেন-নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা। এ বিষয়ে সবাইকে সচেতন হয়ে নিয়ম মেনে ভোট প্রদানের আহ্বান জানাই।
সভায় সভাপতিত্ব করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম। তিনি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের নিয়মাবলি, আবেদন প্রক্রিয়া, নির্ধারিত সময়সীমা, ব্যালট প্রেরণ ও গণনার পদ্ধতি বিস্তারিতভাবে উপস্থাপন করেন। পাশাপাশি তিনি অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সভায় আরও উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা কৃষি কর্মকর্তা গোবিন্দ মন্ডলসহ উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়াও স্থানীয় গণমাধ্যমকর্মীরাও সভায় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা জানান-দায়িত্ব পালনের কারণে যারা নির্বাচনী এলাকায় উপস্থিত থাকতে পারবেন না।। তাদের ভোটাধিকার নিশ্চিত করতেই পোস্টাল ব্যালট ব্যবস্থা চালু রয়েছে। সবাইকে নির্ধারিত নিয়ম অনুসরণ করে সময়মতো আবেদন ও ভোট প্রদানের আহ্বান জানানো হয়।









