
বলিউডি নায়িকা আনুশকা শর্মা দ্বিতীয়বার মা হতে চলেছেন কি না, সেই জল্পনা যখন তুঙ্গে, তখনই মুম্বাইয়ে বাড়ির বাইরে দেখা মিলল এ নায়িকার। সে সময় তার ছবি তুলতে চাইলে আলোকচিত্রীদের রীতিমত ‘ধমকে’ না করে দিলেন তিনি।

মুম্বাইয়ের রাস্তায় আলোকচিত্রীরা আনুশকাকে যখন আবিষ্কার করেন, সে সময় তার পরনে ছিল ঢিলেঢালা পোশাক। তাকে লক্ষ্য করে ক্যামেরা তুলে ধরতেই, কড়া গলায় বলেন, “একদম ছবি তুলবেন না। একদম নয়।“
ভারতীয় সংবাদমাধ্যম লিখেছে, মেয়ে ভামিকার জন্মের আগে ও পরেও ছবি তোলা নিয়ে এমন তিরিক্ষি মেজাজে পাওয়া যেত আনুশকাকে।

এখন আনুশকার ঢিলে পোশাক আর ছবি তোলায় নিষধ শুনে অনেকে ধরে নিচ্ছেন, অভিনেত্রী-ক্রিকেটার জুটি অনুশকা শর্মা ও বিরাট কোহলির দ্বিতীয়বার মা-বাবা হওয়ার যে খবর উড়ছে, সেটি বোধহয় সত্যি হতে চলেছে।
ক্রিকেট বিশ্বকাপ একেবারে দোরগোড়ায় এসে পৌঁছালেও বিশ্বকাপের প্রস্তুতি থেকে খানিকটা ছুটি নিয়ে দুদিন আগে গুয়াহাটি থেকে মুম্বাইয়ে এসেছিলেন কোহলি।
এই দম্পতির এক ঘনিষ্ঠজনকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদমাধ্যম লিখেছে, আগেরবারের মত এবারও সময় গড়ালে সবার সঙ্গে সুখবর ভাগ করে নেবেন তারা। তবে এখনই কাউকে কিছু জানাতে চাইছেন না।
গত কয়েক মাস ধরেই লোকচক্ষুর আড়ালে রয়েছেন আনুশকা। এমনকি বিরাটের কোনো ম্যাচেও দেখা মিলছে না তার।
শোনা যাচ্ছে, সম্প্রতি মুম্বাইয়ের একটি মেটারনিটি ক্লিনিকে গিয়েছিলেন আনুশকা-বিরাট। সেদিন পাপারাজ্জিদের অনুরোধ করেছিলেন, যাতে কোনো ছবি বা খবর প্রকাশ্যে না আসে।
২০১৩ থেকে দীর্ঘ প্রেমের পর ২০১৭ সালে গাঁটছড়া বাঁধেন বিরাট-আনুশকা। ২০২১ সালে তাদের প্রথম সন্তান ভামিকার জন্ম হয়। প্রায় দুবছর হয়ে গেল এখনও মেয়েকে সেভাবে প্রকাশ্যে আনেননি তারা।
আগামীতে ‘চাকদা এক্সপ্রেস’ সিনেমায় দেখা যাবে আনুশকাকে। ইতোমধ্যে সিনেমার শুটিং শেষ হয়েছে। এ সিনেমায় তিনি ঝুলন গোস্বামীর চরিত্রে অভিনয় করেছেন।
সংবাদ সূত্র: টাইমস অব ইন্ডিয়া।