
লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলি এলিট এর উদ্যেগে, গতকাল ১৮ অক্টোবর ২০২৩ চট্টগ্রাম কালুরঘাট এলাকার মৌলবী বাজারস্থ রেলগেটের পাশে একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ৫৪টি পরিবারের ঘর বাড়ী পুড়ে নিশ্ব হয়ে যাওয়া মানুষদের মাঝে এবং একটি অন্তস্বত্তা মহিলাকে নগদ অর্থ ও শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উল্লেখ্য যে এই অন্তস্বত্তা মহিলা আগামী ২৭ অক্টোবর ২০২৩ মা হওয়ার কথা রয়েছে। অত্যন্ত দুঃখের বিষয় যে এই দম্পতির কষ্টার্জিত জমানো ২৫,০০০/-টাকাও পুড়ে ছাই হয়ে গিয়েছিল। তাই ক্লাবের পক্ষ থেকে এই মহিলাকে নগদ অর্থ প্রদান করা হয়।


ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন মাননীয় পিডিজি লায়ন এস. এম. শামসুদ্দিন এমজেএফ, গভর্নস এডভাইজার লায়ন ইফতেকার হোসেন খান এমজেএফ, রিজিয়ন চেয়ারপারসন লায়ন মোহাম্মদ মুছা এমজেএফ, জোন চেয়ারপার্সন লায়ন লোকপ্রিয় বড়ুয়া এমজেএফ, আইপিপি জোন চেয়ারপারসন লায়ন জিল্লুর রহমান এমজেএফ, ক্লাব প্রেসিডেন্ট লায়ন নাজমুল হুদা এমজেএফ, ক্লাব সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন শিবুল সেন, ক্লাব ট্রেজারার লায়ন জাহিদ হোসেন, ক্লাব মার্কেটিং কমিউনিকেশন চেয়ারপারসন লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া, জনাব মোঃ হামিদুল প্রমূখ ।
সংবাদ প্রেরণে
স্বাক্ষরিত
লায়ন লোকপ্রিয় বড়ুয়া এমজেএফ
০১৮১২-৩৭৭১১১











