
ইচ্ছেতো কতই জন্মে মুক্তিযুদ্ব নিয়ে-
জিতে রহে রাজাকার-
হাই কোটে গিয়ে নিষেধাজ্ঞা হয়-
তালিকাটা হয়না আর।
স্বাধীনতা পূরণ হয় আর কতটা
অমরলোকে যত আলো-
ধর্ষন কি কমেছে আজো-
নারীরা কতটুকু আছে ভালো?

স্বপ্নতো কতই থাকে
কতটা আর বাস্তব হয়
ছিন্নপাতার কতশত কান্না
কতটাই বা বোধোদয়?
মুকুলতো কতই ধরে
ফোটে কি আর সবগুলো
ভাঙাগড়ার এই মহাবিশ্বে
উড়ে কত পথের ধূলো।

স্বদলে যারা ঢুকে পডেছে-
তাদের নিয়ে ভাবছি কি?
হিসাবে যখন থাকবে না-
তাকে বাদ দেওয়া যাবে কি?
চাহিদাতো কতকিছুরই
মিটে কী সব একজনমে
মৌলিকে অলীকের দখল
বেদনাবোধ মরমে মরমে।
এক কথাতেই রাজাকার এক হয়-
মুক্তিযোদ্বারা কেন পারেন না-
সারাদেশেই তালিকা হলো –
যাচায় বাচায় হলোনা।
কথা তো অনেকই হয়-
কাজে আসে কয়টা কথা
মুক্তিযোদ্বা যখন রিস্কা চালায়-
কয় জনের বা লাগেে ব্যথা?
হয়তো দাগ কাটে কিছু মানুষের-
যারা হারিয়েছে স্বজনদের।
১৬ ডিসেম্বর আসে আর যায়-
মনে থাকে একথা ক’ জনের?